• সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির...
    আজকাল | ০১ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নতুন সভাপতির নাম ঘোষণা হতেই প্রকাশ্যে দ্বন্দ দেখা গেল মালদার  কংগ্রেস দলের মধ্যে। জানা গিয়েছে, জেলার শ্রমিক সংগঠনের সভাপতির পদ ঘিরে এই কোন্দলে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন বিদায়ী সভাপতি লক্ষ্মী গুহ। তাঁর সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় সাংসদ ঈশা খান চৌধুরীর সঙ্গে। অভিযোগ, আবু হাসেম খান চৌধুরীর সাক্ষর জাল করে এই পদ দেওয়া হচ্ছে। সাংসদের কথায়, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নির্দেশে সভাপতি পরিবর্তন করা হয়েছে। 

    জানা গিয়েছে, রাজ্যে বিধানসভা ভোটের আগে কংগ্রেসের শ্রমিক সংগঠনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে জেলা কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে কংগ্রেস কমিটির পাঠানো চিঠি এসে পৌঁছয় মালদা জেলা কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরীর কাছে। সেইমতো বুধবার সাংবাদিক বৈঠক করে দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী নতুন সভাপতি হিসেবে সন্দীপ সাহার নাম ঘোষণা করেন। ঘোষণা করেন জেনারেল সেক্রেটারির নাম। এরপরেই জেলার বিদায়ী সভাপতি লক্ষী গুহর সঙ্গে তর্কাতর্কি শুরু হয় ঈশা খানের। 

    লক্ষ্মীর অভিযোগ, 'আমাকে হঠাৎ করে সভাপতির পদ থেকে সরে যাওয়ার নোটিশ পাঠানো হয়। সেখানে সাক্ষর রয়েছে আবু হাসেম খান চৌধুরীর। এই সাক্ষর জাল। সেখানে কোনও তারিখ নেই। তবে যে কেউই সভাপতি হতে পারেন। তবে তাঁকে অন্য কোথাও বসতে হবে। রথবাড়ির শ্রমিক সংগঠনের যে অফিস সেটা বিশ্বনাথ গুহর বিল্ডিংয়ে। ১৭ বছর আমি রক্ষণাবেক্ষণ করছি।' জানা গিয়েছে, বাগবিতণ্ডার পর সাংসদের সঙ্গে একান্তে বৈঠক করেছেন লক্ষী।
  • Link to this news (আজকাল)