অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
আজকাল | ০১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বুধবার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান নেতা, সাংসদ সৌগত রায়। সূত্রের খবর, আচমকা অনুষ্ঠানের মাঝে অসুস্থ হওয়া পড়ায় সাংসদকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, পেসমেকার বসানো হয়েছে। এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
বুধবার, কামারহাটি পৌরসভার অন্তর্গত ন' নম্বর ওয়ার্ডে এক শিব মন্দিরে অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। তৎক্ষণাৎ তাঁকে বেলঘরিয়া রথতলা মোড়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
সূত্রের খবর, হাসপাতালে পরীক্ষায় হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে বর্ষীয়ান সাংসদের। চিকিৎসকদের পরামর্শে বুধ রাতেই বসানো হয় পেসমেকার। সাংসদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে খবর সূত্রের। সাংসদের শারীরিক অবস্থার খোঁজ নিতে, বুধবারেই হাসপাতালে যান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এর আগে, মার্চ মাসে, লোকসভার অধিবেশনের মাঝেই অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত। দিল্লির হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে।
Link to this news (আজকাল)