শিশুকে মারধরের প্রতিবাদ করে স্থানীয় যুবকের হাতে খুন ব্যবসায়ী
বর্তমান | ০১ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক শিশুকে মারধরের হাত থেকে বাঁচাতে খুন হতে হল এক ব্যবসায়ী। পেটে ছুরি মেরে ওই ব্যবসায়ীকে খুন করে এলাকারই এক যুবক। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে শিলিগুড়ির বাড়িভাসার মাদানি বাজারে।
পুলিস জানিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম বিদ্যুৎ দাস(৪৭)। বাড়িভাসা ভিআইপি রোড রামকৃষ্ণ মিনি মার্কেটে ওই ব্যবসায়ীর মিষ্টির দোকান রয়েছে। অভিযুক্ত বিক্রম সরকারকে গ্রেপ্তার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল চারটে নাগাদ দোকান থেকে বের হয়ে মাদানি বাজার এলাকার নিজের বাড়িতে আসেন বিদ্যুৎবাবু। বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ বাড়ির অদূরে চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে বাড়ির বাইরে বের হন তিনি। সেই সময় এলাকার বাসিন্দা বিক্রমকে কিছু বাচ্চাদের অকারণে মারধর করতে দেখেন তিনি। এরপরই প্রতিবাদ করে ওঠেন বিদ্যুৎবাবু। তা দেখে মারমুখী হয়ে ওঠে অভিযুক্ত বিক্রম। আচমকা ছুরি নিয়ে এসে বিদ্যুৎবাবুর পেটে ঢুকিয়ে দেয় অভিযুক্ত। ঘটনার আকষ্মিকতায় হতবাক হয়ে যান স্থানীয়রা। এরপরই জখম বিদ্যুৎবাবুকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিস এলাকায় গেলে বিক্রম পালানোর চেষ্টা করে। তবে পুলিস তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এর আগেও অভিযুক্ত নিজের কাকা ও এলাকার আরও কয়েকজন যুবকের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিবেশ রয়েছে। পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সচেষ্ট রয়েছে।
এই প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি(পূর্ব) রাকেশ সিং বলেন,ওই ব্যবসায়ীকে ছুরি মেরে হত্যা করেছে এক যুবক। আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।