• মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি! চাঞ্চল্য
    বর্তমান | ০১ মে ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা ও শীতলকুচির গোডাউন থেকে প্রচুর মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্যদ্রব্য ও পানীয় পুলিস উদ্ধার করল। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বাজারে বিক্রি করা হচ্ছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মেখলিগঞ্জ থানার পুলিসের একটি টিম চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র এলাকার একটি গোডাউনে হানা দেয়। অপরদিকে, শীতলকুচি ব্লকের গোঁসাইরহাটের একটি গোডাউনে হানা দেয় পুলিস। ঘটনায় দু’জনকে আটক করেছিল পুলিস। অবশ্য পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। 

    পুলিস জানিয়েছে, মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রি করার জন্য ফুড সেফটি অ্যাক্ট সহ নির্দিষ্ট ধারায় অভিযুক্তদের নোটিস পাঠানো হয়েছে। মেয়াদ উত্তীর্ণ এই সমস্ত সামগ্রী গ্রামের ছোট ছোট দোকানে বিক্রি করছিল অভিযুক্তরা। 

    পুলিস জানিয়েছে, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে নামী কোম্পানির বিস্কুট, পানীয় সহ জুস, চিপসের প্যাকেট সহ একাধিক খাবারের জিনিস। এমন কিছু জিনিস রয়েছে, যেগুলি শুধু শিশুদের খাওয়ায় অনেকে। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় এই সমস্ত জিনিসে বিষক্রিয়া হওয়ার আশঙ্কা থাকে। গোডাউনে মেয়াদ উত্তীর্ণ এই সমস্ত সামগ্রী মজুত করে বিক্রি করছিল অভিযুক্তরা। 

    এদিন মাথাভাঙায় এনিয়ে সাংবাদিক সম্মেলন করেন অতিরিক্ত পুলিস সুপার সন্দীপ গড়াই। তিনি বলেন, গোপন সূত্রে খবর পাওয়ার পর দু’টি থানার পৃথক দুই দল তল্লাশি চালায়। প্রচুর সামগ্রী উদ্ধার হয়েছে। নামী ও বহুজাতিক কোম্পানির পানীয় সহ বিস্কুট, চিপস রয়েছে। অভিযুক্তরা তাদের গোডাউনে এই সমস্ত সামগ্রী মজুত করে গ্রামের ছোট ছোট দোকানে বিক্রি করছিল। অভিযুক্তদের এনিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের নোটিস দেওয়া হয়েছে। নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করবে শীতলকুচি ও মেখলিগঞ্জ থানা। আরও কোথাও মেয়াদ উত্তীর্ণ সামগ্রী রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  
  • Link to this news (বর্তমান)