আইসিএসই ও আইএসসিতে ভালো ফল গৌড়বঙ্গে, ৯৯.৪ শতাংশ রায়গঞ্জের রচিত আগরওয়ালের
বর্তমান | ০১ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: দশম (আইসিএসই) এবং দ্বাদশ শ্রেণির (আইএসসি) পরীক্ষায় জয়জয়কার গৌড়বঙ্গের ছাত্রছাত্রীদেরও। বুধবার ফল প্রকাশের পর উচ্ছ্বসিত উত্তর দিনাজপুর, মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার পড়ুয়া-অভিভাবক থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ, সকলেই। রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে আইসিএসইতে ৯৯.৪ শতাংশ নম্বর পেয়েছে রচিত আগরওয়াল। ওই স্কুলেরই ছাত্রী শ্রুতি বসু আইএসসিতে ৯৬.২৫ নম্বর পেয়েছে।
এদিকে আইসিএসই ও আইএসসি পরীক্ষায় উল্লেখযোগ্য ভালো ফল করল মালদহের বেশকয়েকটি ইংরাজিমাধ্যম স্কুল। মালদহের নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমির ছাত্রী শ্রুতি সিনহা আইসিএসসি পরীক্ষায় ৯৭.৮০ শতাংশ নম্বর পেয়েছে। ওই স্কুলের তৃষা বসাক ও জিশান আহমেদ খান চৌধুরী দু’জনই পেয়েছে ৯৭.২০ শতাংশ নম্বর। রানি আগরওয়ালা পেয়েছে ৯৭ শতাংশ নম্বর। এই ইংরাজি মাধ্যম স্কুল থেকে এবার আইসিএসসি পরীক্ষা দিয়েছিল ১৯৯ জন ছাত্রছাত্রী। উত্তীর্ণ হয়েছে ১৯৮জন। ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে ৩৪ জন। আইএসসি পরীক্ষায় নর্থ পয়েন্টের নচিকেতা মিশ্র ৯৮.২৫, দেবরূপা চট্টোপাধ্যায় এবং অর্ণব চক্রবর্তী ৯৭.৫০ এবং অলিভিয়া মিশ্র ৯৫.২৫ শতাংশ নম্বর পেয়েছে। এই স্কুলের ৬১জন আইএসসি পরীক্ষার্থীর মধ্যে ৫৯জন উত্তীর্ণ হয়েছে।
মালদহের দ্য সেন্ট জেভিয়ার্স স্কুলের বৃষ্টি সিনহা আইসিএসসি পরীক্ষায় ৯৭.০৮ শতাংশ, কৃত্তিকা দাস ৯৭.০২ শতাংশ এবং রূপাঞ্জনা সরকার ৯৭ শতাংশ নম্বর পেয়েছে। আইএসসি পরীক্ষা দ্য সেন্ট জেভিয়ার্স স্কুলের বিজ্ঞান বিভাগের অক্ষিতা সাহা ৯৬.২৫ শতাংশ এবং কলা বিভাগের উন্নতি ঘোষ ৯৬.০৫ শতাংশ নম্বর পেয়েছে। সেন্ট মেরি’স স্কুলের তোফাইল হোসেন ৯৭.২ শতাংশ নম্বর পেয়েছে। বালুরঘাটের গ্রিন ভিউ ইংলিশ অ্যাকাডেমিতে ব্যাপক সাফল্য। শহরের একটি মাত্র আইসিএসসি বোর্ডের দশম শ্রেণিতে প্রথম হয়েছে সৃজিতা মজুমদার (৯৬.২ শতাংশ), দ্বিতীয় হয়েছে ক্লাউডিয়া রায় (৯৪.০ শতাংশ), তৃতীয় হয়েছেন সুপ্রতিক মণ্ডল (৯৩.৬ শতাংশ)। দ্বাদশ শ্রেণিতে প্রথম হয়েছেন অর্পণ চক্রবর্তী (৯৬.২৫), দ্বিতীয় সুবর্ণা লাহা (৯৪.২৫), তৃতীয় অদ্রিতা চট্টপাধ্যায় (৯১)। স্কুলের প্রিন্সিপাল কাকলি চক্রবর্তী বলেন, প্রত্যেকেই খুব ভালো রেজাল্ট করেছে।