সংবাদদাতা মালদহ: ইংলিশবাজার পুরসভার বোর্ড অব কাউন্সিলারদের বৈঠক অনুষ্ঠিত হল বুধবার। বৈঠকের পরে বিরোধী দল বিজেপি অভিযোগ করে যানজটে অবরুদ্ধ মালদহ শহরের সমস্যা মেটাতে পদক্ষেপই করছে না তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড। পাল্টা জবাব দিয়েছেন পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এদিনের বৈঠকে শাসকদলের প্রায় সব কাউন্সিলারই হাজির ছিলেন।
বৈঠকের পরে পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি, অন্য দুই কাউন্সিলার কৃষ্ণা নাথ ও সুতপা মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন। বিরোধী দলনেতা বলেন, পুরসভা সাধারণ মানুষের দাবিদাওয়া নিয়ে নির্বিকার। পুরসভা এলাকার প্রধান চারটি রাস্তা বিজি রোড, কেজে সান্যাল রোড, রবীন্দ্র অ্যাভেনিউ এবং নেতাজী সুভাষ রোড যানজটে অবরুদ্ধ হয়ে থাকছে। মানুষ সময়ে কর্মস্থলে পৌঁছতে পারছেন না। পুরসভার পার্কিং রয়েছে। বেশকিছু বেআইনি পার্কিংও হয়েছে। কিন্তু সেগুলির উপরে পুরসভার নজর নেই। পুরসভা টাকা পেলেই খুশি।
এরপর থেকে প্রতিটি বোর্ড মিটিংয়ে একটি করে ইস্যুতে চেয়ারম্যানের জবাব চাইবেন বলে জানিয়েছেন অম্লান। চেয়ারম্যান জবাব না দিলে বৈঠক বয়কট করবে বিজেপি। প্রয়োজনে ইংলিশবাজারকে সচল করতে রাস্তা অচল করার হুমকিও দিয়েছেন বিরোধী দলনেতা।
পাল্টা কৃষ্ণেন্দু বলেন, বিরোধী দলনেতা বৈঠকে এক কথা বলেন, বাইরে গিয়ে অন্য কথা। যানজট সমস্যা নিয়ে আমরা একাধিকবার প্রশাসন ও পুলিসকে লিখিত জানিয়েছি। বৈঠক হলেও সমাধানসূত্র বের হয়নি। আমরাও বিরোধী দলে ছিলাম। বর্তমান বিরোধী দলকে আমরা মর্যাদা দিই। বিরোধী কাউন্সিলরদেরও বুঝতে হবে বেঙ্গল মিউনিসিপ্যাল আইনের বাইরে গিয়ে পুরসভা ইচ্ছেমতো সিদ্ধান্ত নিতে পারে না।
এদিনের বৈঠকে কয়েকটি বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য গায়েত্রী ঘোষ। তিনি বলেন, আমাদের প্রশ্ন সংখ্যা বেঁধে দেওয়া হচ্ছে।
এপ্রসঙ্গে চেয়ারম্যান বলেন, আমরা সব কাউন্সিলারের কথা শুনি ও বলার সুযোগ দেওয়া হয়। - নিজস্ব চিত্র।