রাজ্যে আইসিএসই’তে সম্ভাব্য চতুর্থ শিলিগুড়ির ধ্রুব আগরওয়াল
বর্তমান | ০১ মে ২০২৫
সংবাদদাতা, শিলিগুড়ি: আইসিএসই এবং আইএসসি-তে নজরকাড়া ফল শিলিগুড়ির। আইসিএসই ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য চতুর্থ শিলিগুড়ির ডনবস্কো স্কুলের কমার্স বিভাগের ছাত্র ধ্রুব আগরওয়াল। ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে নজর কেড়েছে কালিম্পঙের সেন্ট অগাস্টিন স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র তেনজিং সেড়ুপ ভুটিয়া। নজর কেড়েছে শিলিগুড়ির দুই যমজ ভাই সিদ্ধান্ত কার্তিক ও সিদ্ধার্থ কার্তিক।
আইএসসিতে দু’জনেই ৯৯.৪ শতাংশ করে নম্বর পেয়েছে। বিহারের মধুপুরের বাসিন্দা হলেও পঞ্চম শ্রেণি থেকে শিলিগুড়ির সেন্ট মাইকেল স্কুলে পড়াশুনা করছে সিদ্ধান্ত ও সিদ্ধার্থ। তাদের বাবা শচীন কিমার বলেন, এর আগে স্কুলের পরীক্ষায় এমনটি হয়নি। বোর্ডের পরীক্ষাতেই দু’জনে একই নম্বর পেয়েছে। অনলাইনে রেজাল্ট দেখে বিস্মিত হয়ে যাই।