• শান্তিপূর্ণভাবে সম্পন্ন বার অ্যাসোসিয়েশনের নির্বাচন
    বর্তমান | ০১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। বুধবার এই নির্বাচনকে ঘিরে শিলিগুড়ি আদালত চত্বরে আইনজীবীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এবারের নির্বাচনে ৪৬জন প্রার্থী লড়াইয়ের ময়দানে। একদিকে যেমন তৃণমূল কংগ্রেস, বিজেপি নিজেদের নিজেদের প্রার্থী দিয়ে নির্বাচনী লড়াইয়ের নেমেছে। ঠিক তেমনই বাম কংগ্রেস জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রত্যেক দলই জয়ের বিষয়ে আশাবাদী। 

    ১৫০১ জনের গোপন রায় এই নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে। ১৬টি পদে নির্বাচন সংগঠিত হচ্ছে। যার মধ্যে নটি কার্যনির্বাহী সদস্য পদ। বাকিগুলি অফিস বিয়ারার পদ। নির্বাচনকে ঘিরে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে সকাল থেকে শিলিগুড়ি থানার প্রচুর পুলিস বাহিনী আদালত চত্বরে মোতায়ন ছিল। 

    শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের সদস্য তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিন ভোট দান করেন। তৃণমূল কংগ্রেসের প্যানেলের পক্ষে প্রচারও করেন তিনি। বিজেপি নেতা নান্টু পাল এবারে শিলিগুড়ি অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচন লড়ছেন। উভয়ই নিজের নিজের দলের জয়ের বিষয়ে অত্যন্ত আশাবাদী। গৌতমবাবু বলেন, আমি এই বার অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের সদস্য। নিজের ভোট দিতে প্রতিবারই আমি এসে থাকি। এবারও তার অন্যথা হয়নি। আমরা জেতার বিষয়ে যথেষ্ট আশাবাদী।

    নান্টুবাবু বলেন, আমি দীর্ঘদিন বাদে আদালতের নির্বাচনে অংশগ্রহণ করেছি। খুবই ভালো সাড়া পাচ্ছি। জয়ের বিষয়ে আমি যথেষ্ট আশাবাদী।

    অন্যদিকে বাম কংগ্রেস জোটের সদস্য অলোক ধারা বলেন, নির্বাচন অত্যন্ত ভালোভাবে সংগঠিত হয়েছে। আমরা জয়ের ব্যাপারে একেবারে নিশ্চিত।
  • Link to this news (বর্তমান)