• জঞ্জাল যন্ত্রণা থেকে উত্তরবঙ্গ মেডিক্যালকে মুক্তি দিতে বিশেষ পদক্ষেপ এসজেডিএ’র
    বর্তমান | ০১ মে ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: জঞ্জাল যন্ত্রণায় জেরবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল। প্রতিদিন জমছে স্তূপাকৃত জঞ্জাল।  সুপার স্পেশালিটি ব্লকের পাশে সেই স্তূপাকৃত জঞ্জাল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। সমস্যার সমাধানে বুধবার এলাকা পরিদর্শনে এসে কার্যত নাকে রুমাল চাপা দিতে হল শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির (এসজেডিএ)আধিকারিকদের। 

    উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে জঞ্জাল প্রক্রিয়াকরণে সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি করেছে শিলিগুড়ি মহকুমা মহকুমা। সেই সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি কেনার দায়িত্ব নিয়েছে এসজেডিএ।

    কী অবস্থায় জঞ্জাল জমে রয়েছে, তা পৃথকীকরণের পর প্রক্রিয়াকরণের জন্য কী কী মেশিন দরকার সেসব নিয়েই এদিন খোঁজ-খবর করতে এসেছিলেন এসজেডিএ-র অ্যাডিশনাল চিফ এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সহেলি চৌধুরী সহ অন্যরা। প্রথমে তাঁরা হাসপাতাল সুপার ডঃ সঞ্জয় মল্লিকের সঙ্গে গোটা বিষযয়ে আলোচনা করেন। তারপর সুপার স্পেশালিটি ব্লকের পাশে দীর্ঘদিনের জঞ্জালের স্তূপে এবং মহকুমা পরিষদের তৈরি করা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প হাসপাতাল সুপার ও ডেপুটি সুপারকে নিয়ে ঘুরে দেখেন।

    হাসপাতালের ডেপুটি সুপার(নন-মেডিক্যাল) সুদীপ্ত মণ্ডল বলেন,  এসজেডিএ-র ইঞ্জিনিয়াররা এদিন সবকিছু ঘুরে দেখেছেন। তাঁরা জানিয়েছেন প্রয়োজনীয় দামী মেশিন কেনার আগে তাঁরা এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরামর্শ নেবেন। কী ধরনের যন্ত্র বসালে ভালো কাজ হবে। যতদিন এই মেশিনপত্র কেনা না হচ্ছে ততদিন হাসপাতালের সব জঞ্জাল উৎসতেই আলাদা আলাদা করার সংগৃহীত করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

    এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এদিনের পরিদর্শনে দেখা গিয়েছে, চিকিৎসা ও হাসপাতালের অন্যান্য বর্জ্যের সঙ্গে  ওয়ার্ডের রোগীদের ফেলে দেওয়া খাবার মিশিয়ে ফেলা হচ্ছে। তা পঁচে দু্র্গন্ধ ছড়াচ্ছে। তাই তাঁরা পরামর্শ দিয়েছেন, এখন থেকে হাসপাতালের ওয়ার্ড ও মেডিক্যাল কলেজ হস্টেলের ফেলে দেওয়া খাবার আলাদা করে সংগ্রহ করা হবে। চিকিৎসা বর্জ্য, বাতিল ম্যাট্রেসের সঙ্গে মেশানো হবে না। এতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে জঞ্জাল প্রক্রিয়াকরণের কাজে সুবিধা হবে। তবে কবে থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ জঞ্জাল যন্ত্রনা থেকে মুক্তি পাবে, তা কেউই বলতে পারছেন না। 

    - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)