• দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের লাইভ সম্প্রচার দেখল উত্তরবঙ্গ
    বর্তমান | ০১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সংবাদদাতা: দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি লাইভ সম্প্রচারিত হল সারা উত্তরবঙ্গজুড়ে। বুধবার কোচবিহারের মদনমোহন মন্দিরের সামনে বড় স্ক্রীন বসানো হয়। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মদনমোহনের কাছে দেওয়া পুজোর প্রসাদ নিয়ে এদিনই পুরসভা ও প্রশাসনের দুই কর্মী কলকাতা রওনা দেন। উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা, পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। 

    দিনহাটায় নানা কর্মসূচি হয়। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ খোল বাজিয়ে কীর্তনে অংশ নেন। সিতায়ের রবীন্দ্র নজরুল মঞ্চে বড় পর্দায় উদ্বোধনের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। মাথাভাঙা চৌপথীতে বড় স্ক্রিনে সম্প্রচার দেখানো হয়।   

    আলিপুরদুয়ার শহরের কলেজ হল্ট, দমকল মোড়, মহাকাল ধাম, চৌপথি, মনোজিৎ নাগ বাস টার্মিনাস ও বাটা মোড়ে এই জায়ান্ট স্ক্রীনের ব্যবস্থা ছিল। ফালাকাটা শহরের ট্রাফিক মোড়ে এই সম্প্রচার দেখায় ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস। 

    সৈকতনগরী দীঘায় প্রভু জগন্নাথদেবের নতুন আলয়ের উদ্বোধন ও বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার মুহূর্ত দেখানোর জন্য জলপাইগুড়ি জেলা প্রশাসন ও পুরসভার তরফে একাধিক জায়গায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছিল। থানামোড়ে জায়ান্ট ক্রিন বসানোর পাশাপাশি হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়।  ছিলেন পুরচেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। চেয়ারপার্সন হরিনাম সংকীর্তন করেন। ছিলেন জেলাশাসক শমা পারভীন।  

    বাগডোগরা বিহার মোড়েও এই সম্প্রচার দেখানো হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মনোজ চক্রবর্তী, লোয়ার বাগডোগরা অঞ্চল তৃণমূলের সভাপতি প্রশান্ত দত্ত।

    এদিকে শিলিগুড়ি ইস্কন মন্দিরে বিরাট আয়োজন বসে। বড় স্ক্রিনে সেই সম্প্রচার দেখানো হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পুলিস কমিশনার, জেলাশাসক ও এসডিও। হাসমিচক, ২৪ নম্বর ওয়ার্ডেও এই সম্প্রচার করা হয়।
  • Link to this news (বর্তমান)