• আন্দোলন শুরু হতেই দিনহাটা পুরসভায় মজুরি বৃদ্ধি ২০ টাকা
    বর্তমান | ০১ মে ২০২৫
  • সংবাদদাতা, দিনহাটা: দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবিতে ক্ষোভে ফুঁসছিলেন দিনহাটা পুরসভার সাফাইকর্মী ও অস্থায়ী কর্মীরা। বুধবার সকাল থেকে আন্দোলন শুরু করেন তাঁরা। কর্মীরা কর্মবিরতি শুরু করেন। তাঁদের কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভে সাড়া দিয়ে পুর প্রশাসনের পক্ষ থেকে দৈনিক মজুরি ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় এদিনই। পুরসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর আন্দোলন প্রত্যাহার করেন কর্মীরা। 

    এদিন সকাল ৮টা থেকেই শহরের বিভিন্ন ওয়ার্ড সাফাইয়ের কাজ কার্যত বন্ধ হয়ে যায়। সাফাইকর্মীরা পুরসভার গেটের সামনে বসে পড়েন। দাবি করেন, দৈনিক ৩১ টাকা করে মজুরি বাড়াতে হবে। সেই অর্থ যেন মাসিক মজুরির সঙ্গে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। 

    সাফাইকর্মী ঝুনু হরিজন বলেন, আমরা ভিক্ষা চাই না। আমাদের শ্রমের ন্যায্য দাম চাই। হাতে হাতে ২৫ টাকা দিয়ে টিফিন খরচ বলা হলে সেটাকে অসম্মান মনে হয়। আমরা চেয়েছি মাসের মজুরি হিসেবেই এই বাড়তি অর্থ দেওয়া হোক। 

    অস্থায়ী কর্মীরাও এই আন্দোলনে যোগ দেন। ফলে শহরের একাধিক এলাকায় বর্জ্য সংগ্রহ ও সাফাই কাজ বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষের অসুবিধা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা পুরসভার ফোন করে অভিযোগ করেন, আবর্জনা না সরানোয় দুর্গন্ধ ছড়াচ্ছে, রাস্তাঘাট নোংরা হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে পুরসভার চেয়ারপার্সন অপর্ণা দে নন্দীর নেতৃত্বে জরুরি বৈঠকে বসেন কাউন্সিলর সহ অফিসাররা। সেখানেই সিদ্ধান্ত হয়, সাফাইকর্মীদের দৈনিক মজুরি ২০ টাকা করে বাড়ানো হবে। মাসিক হিসেবে তাঁরা অতিরিক্ত ওই টাকা পাবেন। এই সিদ্ধান্তর কথা পরবর্তীতে ঘোষণা করেন পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী। 

    মজুরি বৃদ্ধির এই ঘোষণা জানার পর আন্দোলনকারীরা ধাপে ধাপে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নেন। তাঁদের পক্ষ থেকে জানানো হয়, আপাতত তাঁরা কাজ শুরু করলেন। চেয়ারপার্সন বলেন, কর্মীরা আমাদের পরিবারেরই অংশ। তাঁদের সমস্যা আমাদেরও সমস্যা। তাই দ্রুত সমাধানের চেষ্টা করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)