• মঙ্গলবাড়ির তিনটি সংসদের বাড়ি বাড়ি জল পৌঁছয়নি, তীব্র জলকষ্ট
    বর্তমান | ০১ মে ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মৌলপুর, নলডুবি, বেহুলা সংসদ এলাকায় বাড়ি বাড়ি পিএইচই’র জলের কানেকশন এখনও পৌঁছয়নি। ফলে গরম পড়তেই ওই এলাকায় পানীয় জলের সমস্যা শুরু হয়েছে। গ্রামগুলিতে সাবমার্সিবল থাকলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, একই গ্রাম পঞ্চায়েতের কামঞ্চ সহ অন্য এলাকায় বাড়ি বাড়ি জলের কানেকশন দেওয়ার কাজ শুরু হয়েছে। কিন্তু তিনটি সংসদ বঞ্চিত কেন, এটা খতিয়ে দেখা উচিত। 

    গ্রাম পঞ্চায়েত এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তিনটি সংসদে প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ বাস করেন। সরবরাহ না হওয়ায় গাঁটের কড়ি খরচ করে সিংহভাগ মানুষ জারের জল কিনে খাচ্ছেন। এনিয়ে অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন। নলডুবির ভুক্তভোগী বাসিন্দা পম্পি এবং পলি ঘোষেরা বলেন,আমাদের এলাকায় পানীয় জলের খুবই অসুবিধা। বাড়ি বাড়ি পিএইচই’র জলের কানেকশন আসেনি। প্রতিদিন ২০০ মিটার দূর থেকে সাবমার্সিবলের জল আনতে হয়। অনেকে জারের পানীয় জল পান করেন। সেজন্য মাসে হাজার টাকার বেশি খরচ হয়। আমাদের বাড়ি বাড়ি জল দেওয়ার ব্যবস্থা করা হোক। মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মৌলপুর, নলডুবি, বেহুলা সংসদের নির্বাচিত সদস্য যথাক্রমে জিয়াউল হক, শিবু কর্মকার, রিপন বর্মনেরা পিএইচই জলের কানেকশন না পৌঁছানোর বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তাঁরা জানান, জলের সমস্যা রয়েছে। কিন্তু আগের থেকে অনেকটা অসুবিধা মেটানো হয়েছে। পিএইচই দ্রুত কানেকশন দিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছে দিলে আর সমস্যা হবে না। স্থানীয় পিএইচই দপ্তরকে বিষয়টি আরেকবার জানানো হবে। পিএইচই দপ্তরের পুরাতন মালদহ ব্লকের প্রজেক্ট ম্যানেজার বিশ্বজিৎ মজুমদার সমস্যাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তাঁর মন্তব্য, মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় পিএইচই’র জল সরবরাহ ব্যবস্থা ছিল না। কামঞ্চতে পাম্প হয়েছে। বিভিন্ন গ্রামে কানেকশনও গিয়েছে। ওই ব্লকের জাতীয় সড়ক পার করে বেশকিছু গ্রামে জলের লাইন পৌঁছয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসন স্তরের চাপ রয়েছে। এক বছরের মধ্যে বাড়ি বাড়ি জল দেব। যেখানে বাড়ি থাকবে, পাইপ নিয়ে যাওয়া হবে।
  • Link to this news (বর্তমান)