• এপ্রিলেও হল না সমাবর্তন, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে জিইয়ে থাকল সমস্যা
    বর্তমান | ০১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: বিশ্ববিদ্যালয়ের কোর্টে মেলেনি আচার্য তথা রাজ্যপালের প্রতিনিধি। যাকে ছাড়া কোর্ট মিটিং অসম্ভব। কোর্ট মিটিং না হলে করা যাবে না সমাবর্তন। উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকার পরও এপ্রিলে হল না গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, আচার্যের প্রতিনিধি না পাওয়ায় কোর্ট মিটিং করা যাচ্ছে না। এমনকী উচ্চশিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি কলেজ সার্ভিস কমিশন, মাদ্রাসা কমিশন, উচ্চশিক্ষা কাউন্সিল ও উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধির তালিকাও। যাদের ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠক কোনও অবস্থাতেই করা সম্ভব নয়। কারণ বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকেই ঠিক করা হবে সমাবর্তন অনুষ্ঠানের দিন। মার্চের তৃতীয় সপ্তাহে উচ্চশিক্ষা দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে দীর্ঘ আট বছর পর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের অনুমোদন দেওয়া হয়। ২০১৭ সালের পর বিভিন্ন কারণে সমাবর্তন অনুষ্ঠান করা সম্ভব হয়নি। ২০০৮ সালে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার আট বছর পর ২০১৬ সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠান হয়। এক বছর পর ২০১৭ সালে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানের পর গত আট বছরে এখানে আর সমাবর্তন হয়নি। বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান, উদ্যোগের অভাব, আবার জটিলতার কারণে সমাবর্তন অনুষ্ঠান করা সম্ভব হয়নি। স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণ ছাত্রছাত্রীদের প্রত্যেকটি মার্কশিটে আচার্য তথা রাজ্যপালের একটা সই প্রয়োজন। তা না হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনই ছাত্রছাত্রীদের সার্টিফিকেট ইস্যু করতে পারে না। পরিস্থিতি অনুযায়ী এখন পড়ুয়াদের প্রভেশনাল সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছে বিশ্ববিদ্যালয়।  গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের এক লক্ষ কুড়ি হাজার ছেলেমেয়ে সার্টিফিকেট পাওয়ার আশায় ছিলেন। আপাতত তাঁদের আশা পূরণ হচ্ছে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কবে তাঁরা হাতে সার্টিফিকেট পাবেন, সেটাও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। যদিও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, সমাবর্তন অনুষ্ঠান করার জন্য আমরা সব রকমভাবে প্রস্তুত। 
  • Link to this news (বর্তমান)