• ইংলিশবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে জগন্নাথ দেবের পুজো
    বর্তমান | ০১ মে ২০২৫
  • সংবাদদাতা, মালদহ: দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের দিনে উত্সবের মেজাজ মালদহের ইংলিশবাজারে। পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুজিতকুমার সাহার উদ্যোগে বুধবার ধুমধাম করে জগন্নাথ দেবের পুজো দেওয়া হয়। পুজোয় গজা সহ বিভিন্ন রকমের মহাপ্রসাদ প্রভুর সামনে ভোগ হিসাবে অর্পণ করা হয়। পুজোর পর ওই ওয়ার্ডের নেতাজি কলোনি সহ বিভিন্ন এলাকায় নগর কীর্তনের পরিক্রমা বের হয়। খোল করতাল নিয়ে সেখানে কীর্তনীয়া সহ অন্য ভক্তরা অংশ নেন। মহিলা ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

    কাউন্সিলারের উদ্যোগে দেড় হাজারের বেশি ভক্তকে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হয়। কাউন্সিলার সুজিতকুমার সাহা বলেন,দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের দ্বারোদঘাটন হয়েছে। সেজন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের ওয়ার্ডে জগন্নাথ দেবের বিগ্রহ রয়েছে। প্রতিবছর সেখানে রথযাত্রা হয়। এদিন দ্বারোদ্ঘাটন উপলক্ষ্যে জগন্নাথ দেবের পুজো দেওয়া হয়েছে। ওয়ার্ডের নাগরিকেরা ছিলেন। নগরকীর্তন বের হয়। কাউন্সিলার জানান,এদিন আমরা দেড় হাজারের বেশি ভক্তকে গজা  বিতরণ করেছি।  দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষ্যে ইংলিশবাজারে নগর সংকীর্তনে কাউন্সিলার সুজিতকুমার সাহা।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)