• দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে জেলাজুড়ে সম্প্রীতির ছোঁয়া
    বর্তমান | ০১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বুধবার জেলা প্রশাসন বহরমপুর রবীন্দ্র ভবনে জগন্নাথধাম উদ্বোধন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানোর ব্যবস্থা করেছিল। সেখানে হাজির ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) দীননারায়ণ ঘোষ, (উন্নয়ন) চিরন্তন প্রামাণিক সহ অন্যান্য আধিকারিকরা। জেলার এই অনুষ্ঠানে বিভিন্ন ব্লক ও শহর থেকে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ অংশ নেন। তাঁদের স্বাগত জানান রাজ্যের প্রতিমন্ত্রী আখরুজ্জামান, বিধায়ক অপূর্ব সরকার, কানাইচন্দ্র মণ্ডল, নিয়ামত শেখ, মহাম্মদ আলি, ইমানি বিশ্বাস ও শাহিনা মমতাজরা। দীঘার মূল মন্দিরের গর্ভগৃহে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করতেই করতালিতে ফেটে পড়ে গোটা প্রেক্ষাগৃহ। কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার (ডেভিড) বলেন, বাংলা তথা ভারতবর্ষের মানুষ এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী থাকলেন। গতকাল থেকেই আমরা বিভিন্ন ভাবে এই মন্দির উদ্বোধন করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। এদিন উদ্বোধন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানোর সময়ে জেলার অধিকাংশ বিধায়ক উপস্থিত ছিলেন। গত দু’ দিন ধরে আমরা এই উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন রকমের আয়োজন করেছি। আমরা হিন্দু মুসলিম একত্রিত হয়ে আজ এই অনুষ্ঠানে হাজির হয়ে জগন্নাথদেবের আশীর্বাদ চাইলাম। 

    তিনি আরও বলেন, আজ দীঘার জগন্নাথধাম উদ্বোধনের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকল। জেলা প্রশাসন যেমন এই অনুষ্ঠান লাইভ দেখানোর ব্যবস্থা করেছে, তেমনই দলের তরফেও প্রতিটি শহর ব্লক ও পঞ্চায়েত এলাকায় বুথে বুথে নানা রকমের অনুষ্ঠান হচ্ছে। যে যেখানে পেরেছে, সবাই নিজের মতো করে এই ভার্চুয়াল অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করেছে। জেলাবাসী সকলেই এই অনুষ্ঠানে আনন্দের সঙ্গে শামিল হয়েছে। আমরা অংশ নিতে পেরে গর্বিত। জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বলেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘায় এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হল। প্রতিবছর গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দীঘায় ঘুরতে আসেন। জগন্নাথ মন্দিরের টানে আরও বেশি মানুষ আসবেন বলে আমরা বিশ্বাস করি। এদিন জেলা প্রশাসনের উদ্যোগে যেভাবে লাইভ অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়েছে তাতে একসঙ্গে হিন্দু মুসলমান সবাই সম্মিলিতভাবে অংশ নিতে পেরেছি। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি আসিফ আহমেদ বলেন, রানিনগর বিধানসভা এলাকায় আমরা নিজের মতো করে একটি অনুষ্ঠানের আয়োজন করি। সেখানে মন্দির উদ্বোধন লাইভ দেখানোর পাশাপাশি, কীর্তনের আয়োজন করা হয়। তারপর মানুষের মধ্যে ভোগ বিলি হয়েছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)