নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: এবার বর্ধমানের দুর্গাপুজোর মণ্ডপেও উঠে আসছে দীঘার জগন্নাথ মন্দির। এই মন্দির উদ্বোধন ঘিরে রাজ্যজুড়ে উন্মাদনা তৈরি হয়েছে। বুধবার জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠার দৃশ্যের সাক্ষী থেকেছে গোটা বাংলা। পূর্ব বর্ধমানেও সমস্ত ব্লকে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সেই দৃশ্য দেখানো হয়। মন্দির ঘিরে এমন আবেগ দেখে বর্ধমানের একটি দুর্গাপুজো কমিটি জগন্নাথ দেবের মন্দিরের আদলে মণ্ডপ গড়ার সিদ্ধান্ত নিয়েছে। আরও একটি পুজো কমিটি এই থিম নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। গতবছর একটি পুজো কমিটি রামমন্দির তৈরি করে চমক দিয়েছিল। এবার জগন্নাথ দেবের মন্দির দর্শকদের মন জয় করবে বলে দাবি উদ্যোক্তাদের।
বর্ধমান শহরের তেলিপুকুর এলাকার একটি পুজো কমিটি এই মন্দির তুলে আনার তোড়জোড় শুরু করেছে। ওই পুজো কমিটির সম্পাদক বলেন, থিম মেকারের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। এখনই সবকিছু সামনে আনতে চাইছি না। রথের পরই টিজার সামনে আনা হবে। জগন্নাথ মন্দির ঘিরে বাঙালির আবেগ রয়েছে। আর এক পুজো কমিটির সম্পাদক বলেন, জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। শুধু মন্দির নয়, সমুদ্র সৈকতও তুলে আনা হবে। সঙ্গে থাকবে আলোর চমক।
পুজো উদ্যোক্তারা বলেন, প্রতি বছরই শহরে নতুন নতুন থিম উঠে আসে। এর আগে বেনারসের ঘাট, রাজস্থানের মন্দির, চারধাম সহ বিভিন্ন স্থাপত্যের আদলে মণ্ডপ তৈরি হয়েছিল। দীঘার জগন্নাথদেবের মন্দির সম্পূর্ণ নতুন থিম। সেকারণেই একাধিক পুজো কমিটি এই থিম বেছে নিতে চাইছে। বুধবার জগন্নাথ মন্দির জায়ান্ট স্ক্রিনের মাধ্যমেই জেলার বাসিন্দারা দেখেছেন। এদিন বিভিন্ন বিভিন্ন ব্লক ছাড়াও শহরের সংস্কৃতি লোকমঞ্চে জেলা প্রশাসনের উদ্যোগে বড় স্ক্রিন লাগানো হয়েছিল। জেলা প্রশাসনিক শীর্ষকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধিরা সেখানে হাজির ছিলেন। শহরজুড়ে বড় বড় গেট তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এই মন্দির ঘিরে জেলার বাসিন্দাদের মধ্যে আবেগ তৈরি হয়েছে। সেই আবেগ কাজে লাগাতে চাইছেন পুজো উদ্যোক্তারা। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, জগন্নাথদেবের মন্দির নিয়ে বাংলার মানুষ উৎসাহিত। সবাই যাতে বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে পারেন, তার জন্য জেলাজুড়ে জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছিল। আগামী দিনে মন্দির দেখার জন্য দীঘায় মানুষের ঢল নামবে। বাঙালির মনে এই মন্দির জায়গা করে নিয়েছে। শহরের আর এক পুজো উদ্যোক্তা বলেন, শহরে জগন্নাথ মন্দিরের থিম হচ্ছেই। একাধিক পুজো কমিটি এই থিম নিয়ে পরিকল্পনা করছে। তবে কোন পুজো কমিটি আগে এই থিম প্রকাশ্যে ঘোষণা করে চমক দেবে সেটাই এখন দেখার। কারণ সাধারণত একই থিম শহরে একাধিক মণ্ডপে হয় না। বর্ধমানে জায়ান্ট স্ক্রিনে মন্দির উদ্বোধনের সরাসরি সম্প্রচার।-নিজস্ব চিত্র