• দক্ষিণ-পূর্ব রেলে বাতিল দু’শো ট্রেন
    বর্তমান | ০১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা : আগামী ১৯ দিন দক্ষিণ-পূর্ব রেলে লোকাল ও দূরপাল্লা মিলিয়ে ২০৬টি ট্রেন বাতিল থাকবে। অক্ষয় তৃতীয়া থেকে ১৮ মে পর্যন্ত রেল যাত্রীদের জন্য এই দুর্ভোগ জারি থাকবে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সাঁতরাগাছি ইয়ার্ডের আমূল সংস্কার হবে। সেই কাজের জন্য শ’দুয়েক ট্রেন বাতিল ঘোষণা করেছে রেল। যদিও একটানা ট্রেন বাতিল থাকবে না। পর্যায়ক্রমে বিভিন্ন দিনে এক কিংবা একাধিক ট্রেন চলাচল বন্ধ থাকবে। যার মধ্যে জনপ্রিয় গুচ্ছ দূরপাল্লার (আপ-ডাউনে) ট্রেনগুলি হল, পুরী-শালিমার, শালিমার-বিশাখাপত্তনম, হাওড়া-দীঘা, আমেদাবাদ-হাওড়া, এমজিআর চেন্নাই সেন্ট্রাল-হাওড়া মেল, সাঁতরাগাছি-দীঘা। অন্যদিকে, ১১, ১৭ ও ১৮ মে দক্ষিণ-পূর্ব রেলে সবচেয়ে বেশি সংখ্যক লোকাল ট্রেন বাতিল থাকবে। এদিকে, ট্রেন বন্ধ থাকার পাশাপাশি আগামী ১৭ মে পর্যন্ত দু’ডজন দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ বদল হবে। অর্থাৎ ট্রেনগুলি গোটা যাত্রাপথে চলাচল করবে না। যাত্রা শুরু কিংবা শেষের স্টেশন বদল হবে।   
  • Link to this news (বর্তমান)