• বাগনান আদর্শ প্রাথমিক স্কুলে ডিজিটাল হাজিরা
    বর্তমান | ০১ মে ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের হাজিরা থেকে ছুটি এমনকী পড়াশোনা সহজতর করে তোলার লক্ষ্যে এবার ডিজিটাল অ্যাটেনডেন্স পদ্ধতি চালু হল বাগনান আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে। ৪২০ জন ছাত্রছাত্রী এবং ১২ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন স্কুলে। প্রতিদিন এত সংখ্যক ছাত্রছাত্রীর হাজিরা নথিভুক্ত করতে অনেকটা সময় নষ্ট হতো। সেই কারণে বিদ্যালয়ের পক্ষ থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে প্রবেশ ও ছুটির বিষয়টি নিশ্চিত করা হল। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে খবর, বাগনান আর্দশ প্রাথমিক বিদ্যালয় নামে একটি অ্যাপে অভিভাবকরা তাঁদের মোবাইলে একটি সঙ্কেতের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির বিষয়টি জানতে পারবেন। এছাড়াও বিদ্যালয়ের একাধিক বিষয়ের নোটিস বাড়িতে বসেই দেখতে পারবেন অভিভাবকরা। এর ফলে ছাত্রছাত্রীরা কতদিন বিদ্যালয়ে অনুপস্থিত আছে বা সেই সময়ে কী কী পড়ানো হয়েছে সেটাও এই অ্যাপের মাধ্যমে অভিভাবকরা জানতে পারবেন। বিদ্যালয় সূত্রে খবর, এই মূহূর্তে ছাত্রছাত্রীদের স্মার্ট ক্লাসে পড়ানো হয়। আর এবার স্মার্ট কার্ডে অ্যাটেনডেন্স। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিতকুমার মণ্ডল জানান, এই পদ্ধতির ফলে আগে রোল কলের জন্য যে সময় লাগত সেটা আর লাগবে না। সেই সঙ্গে বিদ্যালয়ে কি পড়ানো হচ্ছে বা কি হোম টাস্ক দেওয়া হচ্ছে সেটাও জানতে পারবেন অভিভাবকরা। বিদ্যালয়ের এই উদ্যোগে খুশি অভিভাবকরা। তাঁদের মতে, এর ফলে বিদ্যালয়ে ছেলেমেয়েরা নিরাপদে আছে সেটা যেমন জানতে পারবেন সেইরকম পড়ানোর বিষয় নিয়েও নিশ্চিন্ত হতে পারবেন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)