কলকাতা পুলিসের পদকপ্রাপকদের তালিকায় ছাড়পত্র দিল রাজ্য সরকার
বর্তমান | ০১ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিষ্ঠা, প্রশংসা এবং সেবা-র ক্ষেত্রে সম্ভাব্য পদকপ্রাপক পুলিসকর্মীদের তালিকায় ছাড়পত্র দিল নবান্ন। চলতি বছরের মার্চ মাসে লালবাজারের পাঠানো এই প্রস্তাবে মঙ্গলবার ছাড়পত্র দিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে একথা জানা গিয়েছে।
২০২৩ সালের জন্য কলকাতা পুলিসের ৫১ জন পুলিসকর্মীকে নিষ্ঠা, প্রশংসা, সেবা পদক দিতে চলেছে রাজ্য সরকার। কলকাতা পুলিসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইনসপেক্টর, এসআই, এএসআই, কনস্টেবল মিলিয়ে মোট ৫১ জনের নাম ঠাঁই পেয়েছে এই তালিকায়। অবশ্য নিচুতলার পুলিসকর্মীদের অভিযোগ, এই তালিকার সিংহভাগ নামই ওয়েলফেয়ার ঘনিষ্ঠ পুলিসকর্মীদের। সাধারণত, ফি বছর রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিসকর্মীদের হাতে এই পদক তুলে দেন। নিষ্ঠা পদক প্রাপকদের তালিকায় উল্লেখযোগ্য নাম হল, কলকাতা পুলিসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অলোক সান্যাল, পরিতোষ ভাদুড়ি প্রমুখ। প্রশংসা পদক প্রাপকদের তালিকায় নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলক দত্ত, নির্মলকুমার ঘোষ, রিজেন্ট পার্ক থানার ওসি অরিজিৎ চট্টোপাধ্যায়, আলিপুর থানার ওসি সরোজ প্রহরাজ, কৌশিক সিংহরায়, অরিন্দম ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী প্রমুখের। পাশাপাশি সেবা পদক প্রাপকদের তালিকায় নাম রয়েছে, কালীঘাটের ওসি সত্যজিৎ কর্মকার, পার্ক স্ট্রিট থানার ওসি বাপ্পাদিত্য নস্কর, শেক্সপিয়র সরণি থানার এসআই রুহুল আমিন আলি শাহের।