• বিরিয়ানির দোকানে হামলা, হাবড়ায় শিক্ষক সহ ধৃত ৩
    বর্তমান | ০১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিরিয়ানির দোকানে ঢুকে হামলা ও মারধরের ঘটনায় গ্রেপ্তার তিন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাবড়া থানার জয়গাছি এলাকায়। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম প্রদীপ মজুমদার, শুভঙ্কর দাস ও জয়দেব দাস। এই শুভঙ্কর জয়গাছি শ্যামাপ্রসাদ বিদ্যায়তনের প্যারাটিচার।

    হাবড়া শহরের বিরিয়ানির দোকান রয়েছে দেবাশিস বণিকের। মঙ্গলবার রাত ন’টার সময় সুবীর ঘোষ নামে এক ব্যক্তি ওই দোকানে গিয়ে এগ রোল অর্ডার দেন। কিন্তু দেবাশিস জানান, এত রাতে তা পাওয়া যাবে না। তারপরেই সুবীরের সঙ্গে থাকা জয়দেব, প্রদীপ ও শুভঙ্কর অতর্কিতে দেবাশিসের উপর চড়া হন। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে। রাতেই বিষয়টি নিয়ে হাবড়া থানায় অভিযোগ জানান দেবাশিস। তদন্তে নেমে হাবড়া থানার পুলিস অভিযুক্তদের গ্রেপ্তার করে। দেবাশিস বলেন, মদ্যপ অবস্থায় আমাকে মারধর করা হয়েছে। বচসার সূত্রপাত এগ রোল নিয়ে। জানি না আগের কোনও আক্রোশ ছিল কি না। পুলিসকে অভিযোগ জানানোর পর দ্রুত ব্যবস্থা গ্রহণ হয়েছে। হাবড়া থানার পুলিস জানিয়েছে, বুধবার ধৃতদের বারাসত আদালতে পাঠানো হয়। প্রত্যেকের জেল হেফাজত হয়েছে।
  • Link to this news (বর্তমান)