• জায়ান্ট স্ক্রিনে মন্দির উদ্বোধন, প্রসাদ খেলেন অজস্র মানুষ
    বর্তমান | ০১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদাতা: দীঘার মন্দির উদ্বোধনের ঢেউ আছড়ে পড়ল ব্লকে ব্লকে। বিভিন্ন এলাকায় জায়ান্ট স্ক্রিনে জগন্নাথ মন্দির উদ্বোধন দেখার ব্যবস্থা করা হয়েছিল। দিনভর প্রসাদের ব্যবস্থা ছিল বিভিন্ন জায়গায়। এদিন দক্ষিণ দমদম, দমদম, বরানগর, উত্তর দমদম সহ প্রতিটি পুরসভার গুরুত্বপূর্ণ জায়গা ও ওয়ার্ডে জগন্নাথ মন্দির দর্শনের ব্যবস্থা করা হয়েছিল। বিকেল থেকে প্রতিটি জায়গায় শহরবাসীর ভিড় ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থীদের জন্য জগন্নাথ দেবের প্রিয় খাজা মিষ্টি সহ নানা প্রসাদের আয়োজন করা হয়েছিল। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে মাহেশের জগন্নাথ মন্দিরে বড় পর্দায় দীঘার অনুষ্ঠান সম্প্রচার করা হয়। সেখানে হুগলির জেলাশাসক মুক্তা আর্য সহ একদল বিধায়ক, নানা স্তরের জনপ্রতিনিধি এবং প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠান নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ উন্মাদনা দেখা গিয়েছে। তারকেশ্বর বাসস্ট্যান্ডে তারকেশ্বর পুরসভার উদ্যোগে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি দীঘা মন্দিরের উদ্বোধন সম্প্রচার করা হয়। সাধারণ মানুষকে প্রসাদ হিসেবে গজা তুলে দেন তারকেশ্বর পুরসভার পুর প্রধান উত্তম কুণ্ডু। পুরসভার ১৫টি ওয়ার্ডের বাড়িতে প্রভু জগন্নাথের নাম নিয়ে মিষ্টির প্যাকেট পৌঁছে দেওয়া হয়।

    বারাকপুর শিল্পাঞ্চলেও ছিল যথেষ্ট উদ্দীপনা। নোয়াপাড়ার গারুলিয়াতে পুরসভার পক্ষ এলইডি স্ক্রিন লাগানো হয়, সেখানে মন্দির উদ্বোধন প্রত্যক্ষ করেন বহু মানুষ। এছাড়া গারুলিয়া এলাকাতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রচুর ফ্লেক্স লাগানো হয়। সিআইসি সদস্য গৌতম বসুর উদ্যোগে ডানবার কুলি লাইনে জগন্নাথ মন্দিরে সারাদিন পূজা-অর্চনা ও ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। 

    নৈহাটিতে এলইডি স্ক্রিন লাগানো হয়। ভোগ বিতরণ হয় নৈহাটি পুরসভার পক্ষ থেকে। সারাদিন জগন্নাথ দেবের পুজো ও ভোগ বিতরণ চলে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)