• অসুস্থ সৌগত রায়, বসানো হল পেসমেকার
    বর্তমান | ০১ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: বুধবার আড়িয়াদহে মন্দিরের অনুষ্ঠানে এসে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। তাঁকে দ্রুত রথতলার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। রাতেই অস্ত্রোপচার করে পেসমেকার বসানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে তিনি কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের আড়িয়াদহ এলাকার গঙ্গা লাগোয়া বিষ্ণুপ্রিয়া মন্দিরের উদ্বোধনে এসেছিলেন। দুপুর দুটো নাগাদ তিনি গাড়ি থেকে নেমেই অসুস্থ হয়ে পড়েন। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে ধরে চেয়ারে বসান। সৌগতবাবু অচৈতন্য হয়ে পড়েন। কিছুক্ষণ পর তাঁর জ্ঞান ফিরে আসে। দ্রুত সাংসদকে রথতলার নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। এরপর রাতে চিকিৎসকদের পরামর্শ মতো পেসমেকার বসানো হয়। তাঁকে দেখতে নার্সিংহোমে হাজির হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধায়ক নির্মল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ নেতানেত্রীরা। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, দ্রুত অনুষ্ঠানস্থল থেকে এনে তাঁকে নার্সিংহোমের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ মতো পেসমেকার বসানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। 
  • Link to this news (বর্তমান)