জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উদ্বোধনের দিনেই সস্ত্রীক দীঘায় জগন্নাথ মন্দিরে। বিজেপির অন্দরে এবার আক্রমণের মুখে পড়লেন দিলীপ ঘোষ। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাফ জানিয়ে দিলেন, 'পার্টি অনুমোদন করে না'। শুভেন্দু অধিকারী নাম না করে বললেন, কারও ব্যক্তিগত বিষয়, তাঁর মন্তব্য়, কাজের ধরণ, প্রেম-প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন নিয়ে মন্তব্য করি না'।
এদিকে দিলীপের দীঘার সফরে রীতিমতো বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ফেসবুকে তিনি লিখেছেন, 'একজন "ত্যাগী" থেকে কিভাবে "ভোগী" হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি Dilip babu। বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন। কতটা নির্লজ্জ হলে এমন "আদর্শবান পুরুষ" হওয়া যায় তা চিন্তার বিষয়! বাংলার বিজেপি র লজ্জা আপনি'।
তৃণমূল নেতা কুণাল ঘোষের পাল্টা কটাক্ষ, অসৌজন্যের রাজনীতি। যাঁরা নিজেরাই নানা কর্মকাণ্ড করে বেড়ান বিজেপির মধ্যে, তাঁরা দিলীপ ঘোষকে সহ্য করতে পারেননি। বারবার তো তাঁকে অপমান করা হয়েছে। তিনি সস্ত্রীক মন্দির এসে পুজো দিয়েছেন। তারজন্য যদি আক্রমণ শুনতে হয়, তাহলে বুঝে নিন যাঁরা হিন্দু হিন্দু করে, কিন্তু কারা ভেজাল হিন্দু'। তাঁর দাবি, 'দিলীপবাবু আসল হিন্দু'।