• মাস ঘুরতেই আবার কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম! কলকাতায় কত ছিল, কত হল?
    আনন্দবাজার | ০১ মে ২০২৫
  • মাস ঘোরার আগেই আবার দাম কমল এলপিজি সিলিন্ডারের। খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলির তরফে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (এনডিএনই) দাম কমানোর কথা জানানো হয়েছে। বুধবার মধ্যরাতের থেকেই দেশজুড়ে কার্যকর হচ্ছে নতুন দাম।

    মে মাসের প্রথম দিন থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারপিছু দাম ১৭টা কমে হচ্ছে ১৮৫১টাকা ৫০ পয়সা। তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের (এনএসডিসি) সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। কলকাতার ১৪.২ কেজির সিলিন্ডারের মূল্য ৮৭৯ টাকা।

    মার্চ মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারপিছু দাম ছিল ১,৯১৩ টাকা। এপ্রিলের গোড়া থেকে সেই দাম কমে দাঁড়িয়েছিল ১,৮৬৮ টাকা ৫০ পয়সা। অর্থাৎ এক ধাক্কায় সে বার সাড়ে ৪৪ টাকা দাম কমছিল। তবে গত ৩১ মার্চেও ১৪.২ কেজির সিলিন্ডারপিছুর দাম ৮২৯ টাকাই থাকছে বলে জানিয়েছিল খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলি। এ বারও তা অপরিবর্তিত রইল।
  • Link to this news (আনন্দবাজার)