বুধবার থেকে জ্বলছে জ়েরুজ়ালেম পাহাড়ের বনভূমি। আগুনের লেলিহান শিখা ক্রমশ এগিয়ে আসছে জ়েরুজ়ালেম শহরের দিকে। আগুন নেভানোর জন্য ব্রিটেন, ফ্রান্স, ইটালি, সাইপ্রা, বুলগেরিয়া, গ্রিসের থেকে সাহায্য চেয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বন্ধ করে দেওয়া হয়েছে জ়েরুজ়ালেম-তেল আভিভ হাইওয়ে-সহ বহু রাস্তা। দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী। ইটালি ও ক্রোয়েশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, আজ বৃহস্পতিবার তারা আগুন নেভানোর অতি আধুনিক যন্ত্রপাতি দিয়ে তাদের দমকল কর্মীদের ইজ়রায়েলে পাঠাবে।
বৃহস্পতিবার সকলকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে তিনি একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমার শ্রমিক ভাইবোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা আমাদের শ্রমিকদের নিয়ে গর্বিত।’
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শনিবার থেকে ঝড়বৃষ্টি চলছে। বুধবারও বৃষ্টিতে ভিজেছে কলকাতা। তবে আজও বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনের তাপমাত্রা বাড়লেও রাতে পারদ কমতে পারে। তবে বিক্ষিপ্ত ভাবে কিছুদিন বৃষ্টি চলবে। আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের বলি ১৪ জন। এই ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ ডিসি সেন্ট্রালের নেতৃত্বে একটি তদন্তদল গঠন করেছেন। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পশ্চিমবঙ্গ দমকল পরিষেবা আইনের একাধিক ধারায় মামলাও রুজু করা হয়েছে। সেই হোটেলের পলাতক দুই মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।