• আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া...
    আজকাল | ০১ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আইসিএসসি পরীক্ষায় গোটা দেশের মধ্যে সম্ভাব্য তৃতীয় হুগলির কোন্নগরের ছেলে রাজদীপ ব্যানার্জি। সর্বভারতীয় এই পরীক্ষায় ৫০০–র মধ্যে ৪৯৭ নম্বর পেয়েছে সে। ৯৯. ০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে। এই সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে বিশেষ প্রশংসাপত্র মিলেছে রাজদীপের। আগামীতে মেডিকেল নিয়ে পড়াশোনা করে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে তাঁর। 

    লিলুয়া এমসিকেবি স্কুলের পড়ুয়া রাজদীপ। তাঁর মোট প্রাপ্ত নম্বারের মধ্যে কলা বিভাগ, অঙ্ক ও কম্পিউটারে মিলেছে ১০০ তে ১০০। বিজ্ঞান বিভাগে এসেছে ৯৭। তাঁর এই রেজাল্টের পিছনে কৃতিত্ব মা–বাবার। বাবা জয়দীপ ব্যানার্জি পেশায় রেলের লোকো পাইলট। তাঁর কাছেই সায়েন্স গ্রুপ পড়ত ছেলে। মা সৌমি ব্যানার্জি পড়াতেন আর্টস গ্রুপ। মা–বাবার কাছে পড়াশুনো করেই মিলেছে এই সাফল্য। 

    রাজদীপ জানিয়েছে, মূলত বই পড়তেই তাঁর বেশি ভাল লাগে। পড়াশোনার পাশাপাশি গল্পের বই খুব পছন্দের। শেক্সপিয়ার তাঁর অন্যতম প্রিয় লেখক। তবে এসবের বাইরে বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন জার্নাল পড়তেও তাঁর ভাল লাগে। খেলাধুলা, গান–বাজনা এসবের শখের থেকে তাঁর শখ গল্পের বই পড়ার। আগামীদিনে বায়োলজি ও মেডিকেল সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে তাঁর। পরীক্ষার পরে সে আশা করেছিল ভাল নম্বর পাওয়ার। তবে ৯৯.৪ শতাংশ নম্বর যে সে পাবে তা আশা করেনি। আর যখন সবাই তাঁকে সংবর্ধনা জানাচ্ছে, তখন ছেলের পরিশ্রম সফল বলে মনে করছেন মা–বাবা। 
  • Link to this news (আজকাল)