• বৃহস্পতিতেও তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা বঙ্গে, হতে পারে কালবৈশাখীও...
    আজকাল | ০১ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার সকালেই নেমেছিল রাতের অন্ধকার। ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায়। বৃহস্পতিবারও থাকছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। 

    হাওয়া অফিস জানিয়েছে, বাংলাজুড়ে চলবে বৃষ্টিপাত। বৃহস্পতিবারও তুমুল দুর্যোগের আশঙ্কা রয়েছে। উত্তাল হবে সমুদ্র। সেই সঙ্গে রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী সাতদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। ফলে দহনজ্বালা থেকে মিলবে আরও কিছুদিনের মুক্তি। 

    বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে। সেই সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। 

    বৃহস্পতিবার ১ মে রাজ্যজুড়ে সব জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি হয়েছে।

    উত্তরবঙ্গেও সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার একটু কম থাকার সম্ভাবনা। শুক্রবার থেকে ফের ঝড়বৃষ্টি বাড়তে পারে। এর পাশাপাশি বাংলা ও ওড়িশার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। বাড়বে জলোচ্ছ্বাস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন ঝড়বৃষ্টির দাপট চলবে। এরপর জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে।

    আগামী ৭ মে পর্যন্ত বিকেল বা রাতের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। 
  • Link to this news (আজকাল)