মন্দির উদ্বোধনে গিয়ে সংজ্ঞাহীন সৌগত, পেসমেকার বসার পর কেমন আছেন সাংসদ?
আজ তক | ০১ মে ২০২৫
মন্দির উদ্বোধন করতে গিয়ে বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পেসমেকার বসেছে সাংসদের। অস্ত্রোপচারের পর কেমন আছেন তিনি?
জানা গিয়েছে, আপাতত সৌগত রায়ের অবস্থা স্থিতিশীল। বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অক্ষয় তৃতীয়া উপলক্ষে কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের আড়িয়াদহ বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধন করতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। কিন্তু সেখানে পৌঁছতে না পৌঁছতেই অসুস্থবোধ করতে থাকেন তিনি। গাড়ি থেকে নামার পর কর্মীদের সহায়তায় চেয়ারে বসানো হয় তাঁকে। চেয়ারে বসা অবস্থাতেই সংজ্ঞা হারিয়ে ফেলেন। কোনও ঝুঁকি না নিয়ে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার সন্ধ্যায় তাঁর পেসমেকার বসেছে। ৭৭ বছরের সাংসদকে আরও কিছুটা পর্যবেক্ষণে রাখতে চান চিকিৎসকরা। আরও নানা পরীক্ষা নিরীক্ষা হয়েছে তাঁর।
সৌগত রায়কে দেখতে রাতেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা হাসপাতাল থেকে বেরিয়ে জানিয়েছেন, উনি একদম ঠিক আছেন। সংক্রমণের ভয় রয়েছে তাই পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ মার্চ লোকসভা অধিবেশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত রায়। সংসদের অন্দরেই ঘাম হতে শুরু করেছিল তাঁর। দ্রুত তাঁকে হুইলচেয়ারে বসিয়ে সংসদ কক্ষ থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল। দিল্লিতে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ESG-ও করা হয়েছিল বর্ষীয়ান তৃণমূল সাংসদের। তবে হাসপাতাল থেকে ছেড় দেওয়া হয়েছিল সে বার।