• আগামী কয়েকদিন টানা বৃষ্টি অধিকাংশ জেলায়, তাপমাত্রা নামবে হু হু করে
    ২৪ ঘন্টা | ০১ মে ২০২৫
  • অয়ন ঘোষাল: দুই তিন দিন বাদ দিয়ে মোটের ওপর আরামদায়ক মাস হিসেবেই শেষ হল এপ্রিল। মে মাসের প্রথম ৬ দিন পারদের কোনো লক্ষ্যনীয় উত্থান পতন নেই। ২০২৪ সালের ৩০ এপ্রিল কলকাতার পারদ পৌঁছে গিয়েছিল ৪২ এর ঘরে। ২০২৫ সালের ৩০ এপ্রিল কলকাতার পারদ আটকে রইল ৩০ ডিগ্রিতে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকায় স্বস্তি দিয়েই শেষ হল এপ্রিল।

    বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলো আজও বৃষ্টি পেতে চলেছে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর জেলায় আজও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলা বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টির পূর্বাভাস। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া পুরুলিয়া জেলায় বৃষ্টির সময় বজ্রপাতের সতর্কতা বহাল আছে আজও। উত্তরে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি পাবে। উত্তরের বাকি জেলায় আজ বৃষ্টির সম্ভবনা কম।

    শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের উপকূল লাগোয়া জেলায় বৃষ্টি। পশ্চিমের জেলাগুলির মধ্যে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। কাল দক্ষিণের প্রায় সমস্ত জেলায় অল্পবিস্তর বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    শনিবার, ৩ মে

    পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়্গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি হাওড়া এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।

    রবিবার, ৪ মে

    পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    কলকাতা

    বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় দুপুরের পর বিকেলের দিকে বা সন্ধ্যে নাগাদ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও আপাতত রাতের তাপমাত্রায় খুব বেশি উত্থান নেই।

    পরিসংখ্যান

    কাল দুপুরে প্রায় ৩০ মিলিমিটার বৃষ্টির জেরে রাতের পারদ স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি নেমে ২৩.৪ ডিগ্রি। কাল মেঘলা আকাশ ও দিনের বেলায় বৃষ্টির জেরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি নেমে ৩০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৭৭ থেকে ৯৬ শতাংশ। আজ বেলা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে ১০০ শতাংশে পৌঁছাতে পারে।

  • Link to this news (২৪ ঘন্টা)