• সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে দুর্যোগ! কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
    প্রতিদিন | ০১ মে ২০২৫
  • নিরুফা খাতুন: চৈত্রের শেষ থেকে একটানা দাবদাহ চলছিল। পশ্চিমের জেলা থেকে শহর কলকাতা, গরমে নাজেহাল ছিল সকলেই। কিন্তু গত কয়েকদিনে ঝড়-বৃ্ষ্টির ফলে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত গোটা রাজ্যে এই পরিস্থিতিই বজায় থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।

    হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়ের গতিবেগ সব চেয়ে বেশি থাকতে পারে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। 

    গত কয়েকদিন বৃষ্টিপাতের ফলে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নিচে কলকাতার তাপমাত্রা। তবে বেলা বাড়লে সামান্য অনুভূত হচ্ছিল গরম। জানা যাচ্ছে, আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে সোমবার থেকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে পারদ। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসে আশপাশে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭৭ থেকে ৯৬ শতাংশ।

    এদিকে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেও রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং থেকে মালদহ ভিজবে সব জেলাই। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার পর্যন্ত দুর্যোগ চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
  • Link to this news (প্রতিদিন)