ওয়াকফ আবহে মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি
প্রতিদিন | ০১ মে ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ওয়াকফ ইস্যুতে রাজ্যে অশান্তির নেপথ্যে চক্রান্তের দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছেড়ে বলেছিলেন, ‘সব ফাঁস করব।’ সেই সময়ই মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাবেন বলে জানিয়েছিলেন তিনি। সূত্রের খবর, আগামী সোমবার অর্থাৎ ৫ মে মুর্শিদাবাদ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সরকারের তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]