‘মমতার আঁচলের তলায় থেকে বড় হয়ে আমাকে বিজেপি শেখাচ্ছে’, শুভেন্দু-সৌমিত্রকে তোপ দিলীপের
প্রতিদিন | ০১ মে ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে প্রবল বিতর্কের মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলের তাবড় তাবড় নেতা থেকে কর্মী-সমর্থক, সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপের আড্ডার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে দলবদলের জল্পনা। দিঘা থেকেই এই ইস্যুতে মুখ খুললেন দিলীপ। নাম না করেই তুলোধোনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁ-সহ অন্যান্যদের। বললেন, “মমতার আঁচলের তলায় থেকে বড় হয়ে আমাকে বিজেপি শেখাচ্ছে।” দিলীপের সাফ কথা, “রাজনীতি ছাড়লেও পার্টি ছাড়ব না।”
বৃহস্পতিবারও দিঘাতেই রয়েছেন দিলীপ ঘোষ। সেখান থেকেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, “কাল আমি জগন্নাথ মন্দির উদ্বোধনে এসেছি। তা নিয়ে বহু তর্ক বিতর্ক হচ্ছে। তবে ভগবানকে তর্কের উপরে রাখা উচিত। অদ্ভুত বিষয়, আমি কেন ভগবানের কাছে এসেছি, তা নিয়ে প্রশ্ন! আমি সেই ছোট থেকেই ভগবানের নামে কাজ করে চলেছি। আমি বিশ্বাস করি, মন্দির যেই তৈরি করুন ভগবান সবার। পশ্চিমবঙ্গে সব কিছুতেই রাজনীতি।” এরপরই তিনি বলেন, “আমার দলের কর্মীরা কেউ কেউ খুব কষ্ট পেয়েছেন দেখছি। ভাবছেন, সুইসাইড করবেন কি না। তাদের বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগলে চলবে না। চোখের জল ফেলবেন না। আমরা রক্ত দিয়ে দলটাকে বাংলায় এই জায়গায় এনেছি। বিজেপির কর্মীরা ভয়, সন্দেহ করে না। যে দিন থেকে দলে এসব ঢুকেছে সেদিন থেকে পিছনের দিকে এগোচ্ছে।”
এরপরই নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন দিলীপ। বললেন, “দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারও নেই। আমাকে হিন্দুত্ব বোঝাবেন না। যারা বড় কথা বলছেন তাঁরা মমতার আঁচলের তলায় থেকে বড় হয়েছেন!” সৌমিত্রকে একহাত নিয়ে বললেন, “যারা চারটে গার্লফ্রেন্ড রাখে, রাতের জীবন একরকম দিনের জীবন অন্য, তাঁরা দিলীপকে ভোগী বলছে! মানুষ জানে দিলীপ ঘোষ কী।” তবে দলের নেতাদের নিয়ে উষ্মাপ্রকাশ করলেও দিলীপ বুঝিয়ে দিয়েছেন, তিনি বিজেপিতে ছিলেন, আছেন, থাকবেন। অনেকে তাঁকে সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলে বললন, “লাভ হবে না।” কর্মীদের উদ্দেশে তাঁর বক্তব্য, “ভয় পাবেন না।”