অর্ণব আইচ: দেড় দিনের মাথায় বড়বাজার অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার। বৃহস্পতিবার সকালে আকাশ চাওলা ও গৌরব কাপুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। এদিকে এখনও অগ্নিকাণ্ডে মৃতদের মধ্যে ২ জনের নাম-পরিচয় জানতে পারেননি তদন্তকারীরা।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। আচমকা বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর চেষ্টা করেন কর্মীরা। জানা যায়, হোটেলে কমপক্ষে ৪২ টি ঘর ছিল। অধিকাংশতেই ছিল না জানলা। ফলে ধোঁয়ায় বাড়ে বিপত্তি। একদিকে ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন। অন্যদিকে, দমকলকর্মীদের ভিতরে প্রবেশে হিমশিম দশা হয়। প্রায় আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাইড্রোলিক ল্যাডার দিয়ে ২৫ জনকে উদ্ধার করা হয়। ১৫ জনের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন হোটেলের মালিক আকাশ চাওলা।
এদিকে অগ্নিকাণ্ডের পর থেকেই বহু প্রশ্ন উঠতে শুরু করে। মেছুয়ার হোটেলে কীভাবে আগুন লাগল? দায়ী কে? ফায়ার লাইসেন্স ছিল কি? প্রশাসনকে অন্ধকারে রেখে তৈরি হচ্ছিল বার? জবাব খুঁজতে পুর কমিশনারের নেতৃত্বে তৈরি হয়েছে কমিটি। এসবের মাঝেই বৃহস্পতিবার ভোরে হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করল পুলিশ।