• ফের শহরে অগ্নিকাণ্ড, সাতসকালে চিনার পার্কের রেস্তরাঁয় আগুন
    প্রতিদিন | ০১ মে ২০২৫
  • বিধান নস্কর: ফের শহরে অগ্নিকাণ্ড। সাতসকালে চিনার পার্কের একটি রেস্তরাঁয় আগুন। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১টি ইঞ্জিন। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে খবর। কিন্তু কী কারণে এই আগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।       

    সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারা প্রথম আগুন দেখতে পান। গলগল করে কালো ধোঁয়া বেরোতে থাকে রেস্তরাঁটি থেকে। এরপরই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশও। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকল এবং পুলিশ আধিকারিকরা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রেস্তরাঁর বেশিরভাগ সামগ্রীই পুড়ে গিয়ে থাকতে পারে।      

    প্রসঙ্গত,  গত মঙ্গলবারই মেছুয়া বাজারের একটি হোটেলে বিধ্বংসী আগুন লাগে। মৃত্যু হয়েছে ১৫ জনের। জখম হয়েছেন ১২ জন। পলাতক হোটেল মালিক। এখনও পর্যন্ত তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করেছে কলকাতা পুলিশ। হোটেলটির অব্য়বস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই ঘটনার দু’দিন পরই ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। 
  • Link to this news (প্রতিদিন)