বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঋতুরাজ হোটেলের মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুরকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। আজ বেলা বারোটায় আগুনে পুড়ে যাওয়া ঋতুরাজ হোটেল পরিদর্শন করবেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং দমকলের ডিজি-সহ অন্যান্য আধিকারিক।
বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই মৃত ১৪ জনের ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে। জানা গিয়েছে, অধিকাংশের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দমবন্ধ হওয়ার কারণে। কয়েকজনের দেহে পোড়ার ক্ষত পাওয়া গিয়েছে। এছাড়া একজন হোটেল থেকে ঝাঁপ দেওয়ার কারণে মারা গিয়েছেন। ১৪ জনের মধ্যে দু’জনকে এখনও শনাক্ত করা যায়নি। বাকি ১২ জনের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকার হোটেল ঋতুরাজে। আট ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে। বুধবার ঘটনাস্থলে যান দমকলের ডিজি রণবীর কুমার। তিনি জানিয়েছেন, হোটেলের ‘ফায়ার লাইসেন্স’-এর মেয়াদ শেষ হয়েছিল তিন বছর আগেই। ছ’তলা ওই হোটেলে নীচে নামার ব্যবহারযোগ্য সিঁড়ি ছিল মাত্র একটি। এমনকী, ছয় মাস আগেই হোটেলের মধ্যে পানশালা তৈরির কাজ শুরু হয়।