• ‘৯০ জনের প্রাণ বাঁচিয়েছি…’, মেছুয়ায় অগ্নিকাণ্ড নিয়ে বললেন মমতা, কড়া নির্দেশও
    এই সময় | ০১ মে ২০২৫
  • দিঘা থেকে ফিরেই বৃহস্পতিবার বড়বাজারের মেছুয়ায় গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ওই হোটেল চত্বর পরিদর্শনের পর তিনি বলেন, ‘ধোঁয়ায় দমবন্ধ হয়েই এতগুলো মানুষের প্রাণ চলে গেল। আমি রাত জেগে যা সব তদারকি করেছি। ৯০ জনের প্রাণ বাঁচানো গিয়েছে।’ ক্ষোভের সুরেই তিনি জানিয়েছেন, ১৯৮৯ সালের বাড়ি। বিল্ডিংয়ের অবস্থা খুব খারাপ ছিল। অগ্নি নির্বাপণ ব্যবস্থাও ছিল না। এই ধরনের বিপজ্জনক বাড়ি বা হোটেল চিহ্নিত করতে বলব। স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘এ ভাবে চলতে পারে না।’



    দোকান মধ্যে প্লাস্টিক মজুতের বিষয়টি নিয়েও এ দিন তুমুল ক্ষোভ প্রকাশ করেন। এই ধরনের বিষয়গুলিই যে আগুনের ভয়াবহতা বাড়ায়, সে কথা জানিয়েছেন তিনি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলেও জানিয়েছেন তিনি।

    মমতা এ দিন বলেন, ‘এখানে অনেক বাড়ি ভেঙে পড়ছে দেখছি। কিছুদিনের জন্য সকলকে সরিয়ে যদি সংস্কারটা করা যায়, সেটা দেখতে বলা হয়েছে। বলছি না বাড়ি ছেড়ে দিতে, কিন্তু এটা তো জরুরি। পুলিশ, দমকল, পুরসভার সঙ্গে কথা বলে সবটা করতে হবে। আমি একটা কমিটিও গঠন করছি, যারা এগুলি সবটা দেখবে। কলকাতা পুরসভাকেও তদন্ত করে দেখতে বলেছি।’

    পাশাপাশি তিনি মনে করিয়েছেন, এ ধরনের নির্মাণের কোনও অনুমতি যেন না দেওয়া হয়। কারও বিরুদ্ধে বেআইনি নির্মাণে জড়িত থাকার অভিযোগ সামনে এলে, সে যেই হোক, কড়া ব্যবস্থা নেওয়া হবে। গোটা রাজ্যের ক্ষেত্রেই যে নিয়ে এ বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে, সে কথা জানান তিনি।

    মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘আগুন নিয়ে লেখবেন না। নিজেদের বাঁচান, অন্যকে বাঁচতে দিন। এ ব্যাপারে আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ।’ সারপ্রাইজ ভিজিট বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশকে। বার বার সহযোগিতার করার আবেদন জানান তিনি। বলেছেন, ‘১৫ দিন সময় দিলাম, তার মধ্যে ঠিক না হলে সরকার ব্যবস্থা নেবে।’ জবরদখল, বিপজ্জনক বাড়ি চিহ্নিত করার পরেও বছরের পর বছর সেখানে থেকে যাওয়া নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি এও বলেন, ‘ জীবন আগে, মনে হলে ভোট দেবেন না। তবে এ সব বরদাস্ত করা হবে না।’

    যদিও এরপরেই পার্ক স্ট্রিটে ম্যাগমা হাউজে নিজেই সারপ্রাইজ ভিজিটে যান তিনি। সেখানে গিয়ে আরও ক্ষোভ প্রকাশ করেন মমতা। ছাদ বন্ধ করে সেখানে রেস্তোরাঁ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এটা করা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

  • Link to this news (এই সময়)