• চিনার পার্কের রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক সামগ্রী
    এই সময় | ০১ মে ২০২৫
  • মঙ্গলবার রাতে বড়বাজারের মেছুয়া বাজারের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গিয়েছে ১৪ জনের। হোটেল কর্তৃপক্ষের গাফিলতির একাধিক অভিযোগ উঠেছে। এর মাঝেই বৃহস্পতিবার সকালে ফের কলকাতায় একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড। দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    জানা গিয়েছে, বাগুইআটির চিনার পার্কে সকাল সাড়ে ছটা নাগাদ একটি রেস্তোরাঁয় আগুন লাগতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ। হাজির হয় দমকলের দু’টি ইঞ্জিন। রেস্তোরাঁর ভিতরে গ্যাস সিলিন্ডার থাকায় বিস্ফোরণের আশঙ্কাও তৈরি হয়। প্রথমে স্থানীয় বাসিন্দারাই পাইপ দিয়ে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন কয়েক ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক ধারণা, মূলত শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। রেস্তোরাঁর ভিতরে বেশ কিছু দাহ্য বস্তু ছিল বলেও খবর। রেস্তোরাঁর বেশ কিছু সামগ্রী পুড়ে গিয়েছে বলে খবর।

    উল্লেখ্য, মঙ্গলবার রাতে বড়বাজারের মেছুয়া বাজারের ‘ঋতুরাজ’ নামে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ মানুষই ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় সিট গঠন করে তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। 



    তথ্য সহায়তা: প্রশান্ত ঘোষ

  • Link to this news (এই সময়)