• জলপাইগুড়ির জঙ্গলে রহস্য! বাইসনের দেহ উদ্ধার, জখম আরও এক
    এই সময় | ০১ মে ২০২৫
  • জলপাইগুড়ির রামসাই রেঞ্জের জঙ্গলের ভেতরে একটি বাইসনের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীদেরই নজরে পড়ে বাইসনের মৃতদেহ।

    অন্যদিকে, চার ঘণ্টার বেশি সময় ধরে ওই এলাকারই কাছের একটি গ্রামে জখম অবস্থায় পড়ে রইল একটি পূর্ণ বয়স্ক বাইসন। স্বাভাবিকভাবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে বনকর্মীদের নজরদারি নিয়ে। খবর পেয়ে গোরুমারা বন্যপ্রাণ বিভাগের রামসাই মোবাইল স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।

    জখম বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি করার জন্য খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা আসেন। কিন্তু বাইসনটিকে তুলতে জন্য ‘আর্থ মুভার’ প্রয়োজন হয়। কিন্তু সেই আর্থ মুভার পৌঁছতে দীর্ঘ সময় পার করে দেয়। কড়া রোদের মাঝে চার ঘণ্টার বেশি সময় বাইসনটি জখম অবস্থায় কাতরাতে থাকে।

    ঘটনায় পশু প্রেমীদের একাংশ ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের পক্ষে অনির্বাণ মজুমদার জানান, বন দপ্তরে যে সঠিক পরিকাঠামোর অভাব রয়েছে, তা আবারও একবার প্রমাণ হলো।

    বাইসনটির কোমরে আঘাত রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এ দিকে লোকালয়ে বাইসন বেরিয়ে আসার পরেই মানুষের ভিড় বাড়তে শুরু করে। ওই বাইসন কী ভাবে জখম হয়েছে, তার সঠিক কারণ জানা যায়নি, প্রাথমিক অনুমান রাস্তা পারাপারের সময়ে কোনও কিছুর সঙ্গে আঘাত লেগেই এই ঘটনা ঘটেছে।

    তথ্য: অর্ঘ্য বিশ্বাস

  • Link to this news (এই সময়)