আজকাল ওয়েবডেস্ক: তাঁর দিঘায় জগন্নাথধামে যাওয়া নিয়ে দলের অন্দরেই উঠেছিল প্রশ্ন। বৃহস্পতিবার সকালে যার পাল্টা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
রাজ্য সরকারের নিমন্ত্রণ রক্ষা করে বুধবার বিকেলে দিঘায় জগন্নাথ মন্দির দর্শনে যান সস্ত্রীক দিলীপ। পুজো দেওয়ার পর মন্দির দর্শন করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথাও বলেন।
বুধবার তিনি দিঘাতেই ছিলেন। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন বিজেপি নেতা দিলীপ ঘোষ। স্ত্রীকে সঙ্গে নিয়েই সমুদ্রের পাড় ধরে হাঁটেন। কথা বলেন, হাত নাড়েন স্থানীয় বাসিন্দা–পর্যটকদের উদ্দেশে। সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন। তখনই নাম না করে শুভেন্দু–সৌমিত্রকে তোপ দেগে দিলীপ বলেন, ‘মমতার আঁচলের তলায় থেকে আমায় বিজেপি শেখাচ্ছে। অনেকেই তো এসেছে বিজেপিতে করে খেতে।’ এরপরই বলে ওঠেন, ‘রাজনীতি ছাড়লেও দল ছাড়ব না।’দিলীপ বলেন, ‘জগন্নাথ মন্দিরের উদ্বোধনে এসেছি। তা নিয়েও অনেক কথা হয়েছে। এই রাজ্যে সবেতেই রাজনীতি। দলের বেশ কিছু নেতা আমার দিঘায় আসা নিয়ে কষ্ট পেয়েছেন। আমি এটুকুই বলব বিজেপি করতে গেলে হতাশায় ভুগলে চলবে না। রক্ত দিয়ে বাংলায় দলটাকে এই জায়গায় এনেছি। ৭৭ জন বিধায়ক ছিল। ১৮টা সাংসদ। কেন কমে গেল?’ এরপরই নাম না করে দিলীপ তোপ দেগে বলেন, ‘আমার দিকে আঙুল তোলার হিম্মত কারও নেই। যাঁরা মমতার আঁচলের ছায়ায় বড় হয়ে বিজেপিতে করে খেতে এসেছে, তাঁদের থেকে আমি বিজেপি করা শিখব না।’