• ভালো আছেন সৌগত রায়, আপাতত থাকবেন চিকিৎসকদের তত্ত্বাবধানে
    আজকাল | ০১ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আগের থেকে ভালো আছেন সাংসদ সৌগত রায়। বুধবার রাতে কামারহাটি পৌরসভার ন' নম্বর ওয়ার্ডে একটি শিব মন্দিরের অনুষ্ঠানে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ। সঙ্গে সঙ্গে তাঁকে বেলঘডরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সাংসদকে পরীক্ষার পর হাসপাল কর্তৃপক্ষ জানায়,  তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। আইসিইউতে ভর্তি করা হয় সৌগতকে। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁর পেসমেকার বসানোর ব্যবস্থা করেন। 

    বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের একটি সূত্রে জানা যাচ্ছে, তিনি ভালো আছেন এবং কথা বলছেন। তাঁর চিকিৎসা চলছে।  তিনি এখন বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে খবর। তবে কবে সৌগত রায়কে ছাড়া হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

    খবর পেয়ে বুধবার রাতেই সৌগতকে দেখতে হাসপাতালে যান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। এর আগে মার্চ মাসে লোকসভার অধিবেশনের মাঝেই অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত। দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
  • Link to this news (আজকাল)