• মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার...
    আজকাল | ০১ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বড়বাজারের অগ্নিকাণ্ডে হোটেল মালিক আকাশ চাওলা ও ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেপ্তার করল পুলিশ। অক্ষয় তৃতীয়ার আগের দিন বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টি এলাকায় একটি হোটেলে আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে মারা যান ১৩ জন। একজনের মৃত্যু হয় কার্নিশ থেকে নামতে গিয়ে। ঝাঁপিয়ে নামতে গিয়ে তিনি মারা যান। মৃতদের মধ্যে ১২ জনকে শনাক্ত করা হয়েছে।

    ঘটনার পর থেকেই পলাতক ছিলেন হোটেল মালিক ও ম্যানেজার। বৃহস্পতিবার সকালে দু’‌জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে এই ঘটনায় অভিযোগ দায়ের করে দমকল। পাশাপাশি, পুলিশও সুয়ো মোটো (স্বতঃপ্রবৃত্ত) অভিযোগ দায়ের করে। সেই দুই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। ম্যানেজার গৌরবকে বুধবারই জিজ্ঞাসাবাদ করে পুলিশ। 

    আর বৃহস্পতি সকালে মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করা হল। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন‌‌–সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।পাশাপাশি মৃত ১৪ জনের মধ‍্যে ১২ জনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা প্রায় সকলেই ভিনরাজ্যের বাসিন্দা। ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। 

    এদিকে ঘটনার তদন্তে সিট গঠন করেছে কলকাতা পুলিশ।

    অন্যদিকে, বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং দমকলের–ডিজি সহ অন্যান্য আধিকারিকরা।

     
  • Link to this news (আজকাল)