• ‘করে খেতে বিজেপিতে এসেছে’, দিঘা থেকে বেনজির আক্রমণ দিলীপের
    দৈনিক স্টেটসম্যান | ০১ মে ২০২৫
  • ‘যাঁরা মমতার আঁচলের তলায় থেকে রাজনীতিতে বড় হয়ে বিজেপিতে এসে করে খাচ্ছে দিলীপ ঘোষ তাঁদের থেকে শিখবে না। দিলীপ ঘোষ জানে কীভাবে লড়াই করতে হয়।’ দিঘা থেকে এভাবেই সুর চড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

    সমালোচকদের একহাত নিয়ে তিনি বলেন, অনেকে ভাবেন বাংলায় বিজেপি তৈরি হয়েছে ২১ সালের পর। তাঁরা বাংলায় বিজেপির মোট শহিদের সংখ্যাও জানেন না, তাই তাঁরা বলেন ৫৭ জন শহিদের কথা। অথচ বাংলায় বিজেপির শহিদ সংখ্যা ২৫৭ জন!

    সৌজন্যের রাজনীতি বোঝাতে দিলীপ টেনে এনেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের প্রসঙ্গ। দিলীপের কথায়, ‘আমার পাড়ায় তৃণমূলের নেতার বিয়ে হচ্ছে বলে আমি সেখানে যাব না, এরকম নোংরা জঘন্য রাজনীতি দিলীপ ঘোষ করে না। আমারবাড়ির জামাই অন্য পার্টি করে বলে আমি তার বাড়িতে যাব না! যারা এই অপ সংস্কৃতি আনতে চাইছে তারা বিজেপি বোঝে না।’

    দলের রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলে প্রাক্তন সাংসদ বলেন, ‘এখন বিধায়করা দল ছেড়ে চলে যাচ্ছেন, সাংসদ সংখ্যা কমছে, পঞ্চায়েতেও নেতা কমছে। কেন এই পরিস্থিতি? যাঁরা আমাকে নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের উদ্দেশে আমিও প্রশ্ন রাখছি, বাংলায় বিজেপি পিছিয়ে যাচ্ছে কেন?’

    প্রসঙ্গত, বুধবার কাঁথিতে শুভেন্দু অধিকারীর সমাবেশে না গিয়ে জগন্নাথ মন্দির পরিদর্শন করেছেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । শুধু মন্দির পরিদর্শনই নয়, স্ত্রীকে নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেছেন। এর পর থেকে দিলীপকে আক্রমণ করছেন বিজেপি নেতারা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)