• বৃষ্টিতে বোরো ধানের ক্ষতির সম্ভাবনা বর্ধমানে
    দৈনিক স্টেটসম্যান | ০১ মে ২০২৫
  • এবার বোরো ধানের ফলন ভালো। কিন্তু ঝড় আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে পূর্ব বর্ধমানের চাষিদের। এমনটাই আশংকা দেখা দিয়েছে জেলার বিভিন্ন ব্লকে। এ মুহূর্তে পূর্ব বর্ধমানের বিভিন্ন গ্রামে বিঘের পর বিঘে জমিতে পাকা ধান মাঠে পড়ে আছে। বৃষ্টির কারণে রাজ্যের শস্যগোলায় ধান চাষিরা চরম সমস্যায়। যদিও মেশিন দিয়ে ধান কাটার কাজ শুরুও হয়েছে। কিন্তু সব জায়গায় মেশিন ভাড়া পাওয়া নিয়েও সমস্যা আছে। এরই মধ্যে মঙ্গলবার ও বুধবার দুপুরে বেশ কয়েকটি এলাকায় ভারি বৃষ্টিপাত হয়ে যাওয়াতে চিন্তার ভাঁজ চাষিদের কপালে।

    এর আগেও বৃষ্টি হয়েছে। জলের মধ্যে মেশিন দিয়ে ধান কাটার কাজ করতে গেলে নানা সমস্যা হবে। জলে কাদায় ধানগাছের অর্ধেক ফসল নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। মেশিনে ধান কাটার পরে তা যদি ভালো করে রোদে শুকিয়ে না নেওয়া হয় তাহলে চালের পরিমাণ কমবে। ধান ভিজে থাকলে চাষিরা ঠিকঠাক দাম পাবেন না। অনেকের ধান শোকানোর মতো বড়ো খামারের অভাব। তাঁরা পড়েছেন বেশি বিপদে।

    এরই মধ্যে বর্ধমানের খন্ডঘোষ, রায়না, জামালপুর, গলসি, কেতুগ্রাম, আউশগ্রাম সব ব্লকেই কমবেশি বোরো ধানের চাষ হয়। সবজায়গায় বৃষ্টির ফলে ধানের ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। খন্ডঘোষ ব্লকের বর্ধিষ্ণু চাষি তথা জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, ধানের ফলন ভালো। কিন্তু বাধ সেধেছে বৃষ্টি। এভাবে বৃষ্টি হলে মাঠের ধান কোনভাবেই ঘরে তোলা সম্ভব নয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)