• পরকীয়ায় জড়িয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ! বিয়ের দাবিতে ধরনায় বসতেই ‘মারধর’, তারপর যা হল মহিলার…
    প্রতিদিন | ০১ মে ২০২৫
  • অতুলচন্দ্র নাগ, ডোমকল: পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন গৃহবধূ! বিবাহবর্হিভূত সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলেও অভিযোগ। তাঁকে বিয়ে করার দাবিতে প্রেমিকার বাড়ির সমানে ধরনায় বসেন যুবতী। সেখানেই প্রেমিকের মা তাঁকে মারধর করে বলে অভিযোগ। এরপর ওই মহিলা নিজেই নিজের গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ডোমকলের ঘটনায় তুমুল চাঞ্চাল্য ছড়িয়েছে এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডোমকলের ভগীরথপুরের বাসিন্দা বাবুসোনা নামের এক যুবকের সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন মহিলা। তিনি কামুড়দিয়াড় এলাকার বাসিন্দা। ওই গৃহবধূর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেছেন যুবক। এক সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার গর্ভপাতও করানো হয়েছে। বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলেও থেকেছেন। তারপরও বাবুসোনা তাঁকে বিয়ে করতে রাজি হননি। এরপরই অভিযুক্ত যুবকের বাড়ির সামনে ধরনায় বসেন। অভিযোগ এই সময় ওই যুবকের মা খাদিজা বিবি তাঁকে মারধর করেন। অপমানে মহিলা নিজের গলায় ছুরি চালিয়ে নেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁরাই মহিলাকে নিরস্ত্র করে পুলিশকে খবর দেয়। পরে তাঁকে ডোমকল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি।

    আহত গৃহবধূর দাবি, “বৃহস্পতিবার ডোমকল থানায় একটি লিখিত কাগজ জমা দিয়ে প্রেমিকের বাড়িতে যাই ও ধরনায় বসি। তখনই ওঁর মা খাদিজা বিবি আমাকে মারধর করেন।” যদিও পুলিশ জানিয়েছে, “প্রেমে প্রতারিত হওয়ার কথাটি মুখে জানালেও ওই মহিলা তাঁর লিখিত বয়ানে জানিয়েছেন ওই ঘটনায় তার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।” প্রত্যক্ষদর্শীরা জানান, “প্রেমিকের মায়ের কাছে অপমানিত হয়ে ওই গৃহবধূ নিজেই, নিজের গলায় চাকু দিয়ে টান মারেন।” ঘটনার পর থেকেই প্রেমিক পলাতক। 
  • Link to this news (প্রতিদিন)