কীভাবে একষট্টিতেও ফিট? দিঘার সৈকত থেকে ডায়েট চার্ট ফাঁস দিলীপের
প্রতিদিন | ০১ মে ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কীভাবে একষট্টিতেও এত ফিট? প্রাতঃভ্রমণ হোক বা ব্যক্তিগত পরিসর, দিলীপ ঘোষকে প্রায়শই এই প্রশ্নের মুখোমুখি হতে হয়। দিঘার সমুদ্র সৈকত থেকে সেই রহস্যই ফাঁস করলেন বিজেপি নেতা।
বুধে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক দিঘা গিয়েছেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সমুদ্র সৈকতেই প্রাতঃভ্রমণে যান তাঁরা। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিলীপ। কীভাবে এত ফিট? প্রশ্নের জবাবে জানালেন, “যত কম খাবেন, তত সুস্থ থাকবেন।” সকাল থেকে কী কী খান দিলীপ? জানালেন, ঘুম থেকে উঠেন প্রতিদিন গরম জল খান তিনি। তাতেই শরীর চাঙা। এছাড়া নিয়মিত রুটি-সবজি খান। দিলীপ বললেন, “ডাল-ভাতেই সুস্থ থাকা যায়।” বিয়ের পর কী খাদ্যাভাসে কোনও বদল এল? বিজেপি নেতা জানালেন, নিজের মতো করেই স্ত্রীকেও খাওয়াদাওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি।
প্রসঙ্গত, দিলীপ ঘোষের এই দিঘা সফর নিয়ে তুঙ্গে বিতর্ক। সেই ইস্যুতেও এদিন মুখ খুলেছেন বিজেপি নেতা। তিনি বলেন, “কাল আমি জগন্নাথ মন্দির উদ্বোধনে এসেছি। তা নিয়ে বহু তর্ক বিতর্ক হচ্ছে। তবে ভগবানকে তর্কের উপরে রাখা উচিত। অদ্ভুত বিষয়, আমি কেন ভগবানের কাছে এসেছি, তা নিয়ে প্রশ্ন! আমি সেই ছোট থেকেই ভগবানের নামে কাজ করে চলেছি। আমি বিশ্বাস করি, মন্দির যেই তৈরি করুন ভগবান সবার। পশ্চিমবঙ্গে সব কিছুতেই রাজনীতি।” নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন দিলীপ। বললেন, “দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারও নেই। আমাকে হিন্দুত্ব বোঝাবেন না। যারা বড় কথা বলছেন তাঁরা মমতার আঁচলের তলায় থেকে বড় হয়েছেন!” সৌমিত্রকে একহাত নিয়ে বললেন, “যারা চারটে গার্লফ্রেন্ড রাখে, রাতের জীবন একরকম দিনের জীবন অন্য, তাঁরা দিলীপকে ভোগী বলছে! মানুষ জানে দিলীপ ঘোষ কী।”