শহরজুড়ে প্রবল ঝড়। সঙ্গে দু এক পশলা বৃষ্টি। বৃহস্পতিবার বিকেলের পর হঠাৎই আকাশ মেঘে ঢেকে যায়। সঙ্গে প্রবল ঝড়। ছুটির বিকেল হলেও বহু মানুষই রাস্তায়।ধর্মতলা চত্বর-সহ মধ্য কলকাতার বিভিন্ন জায়গায় ঝড়ের দাপট চলছে।
বৃষ্টির পূর্বাভাস ছিল। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে বিকেলে কলকাতায় এমন ঝড়ের পূর্বাভাস ছিল না। হাওয়া অফিস বলছে, পশ্চিমের জেলা বীরভূম, পূর্ব পশ্চিম, বর্ধমান, পূর্ব, পশ্চিম মেদিনীপুরে এ দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়াতেও বৃষ্টির সময় বজ্রপাতের সতর্কতা রয়েছে।
সবিস্তারে আসছে