• দিলীপের বিরুদ্ধে বিক্ষোভ, পার্টি অফিসে তালা BJP কর্মীদের, কী বললেন সেই প্রীতি, বৈশাখীরা?
    এই সময় | ০১ মে ২০২৫
  • অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া নিয়ে একের পর এক বিজেপি নেতার রোষানলে পড়েছেন দিলীপ ঘোষ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বিষয়টিতে ‘খারাপ’ কিছু দেখছেন না খড়্গপুরের সেই প্রীতি কারার, বৈশাখী সাহারা। দিলীপের জগন্নাথধাম যাত্রার পরেই মেদিনীপুরের পার্টি অফিসের সামনে রাত থেকেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। দিলীপের ছবিতে জুতোর মালা দিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এই বিষয়টি নিয়েও আপত্তি জানান প্রীতি বৈশাখীরা। 

    বুধবার রাতেই মেদিনীপুরের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার সকালে সেই তালা খোলা হলেও পার্টি অফিসের গেটে এখনও ঝুলছে জুতোর মালা পরানো অবস্থায় দিলীপ ঘোষের ছবি। দিলীপের বিরুদ্ধে পোস্টারও ঝোলানো হয় পার্টি অফিসের সামনে। এ নিয়ে বিজেপি-র জেলা সভাপতি তথা দিলীপ ঘোষ ঘনিষ্ঠ নেতা সমিত মণ্ডলকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

    তবে বিষয়টির প্রতিবাদ জানিয়ে মহিলা তৃণমূল কর্মী প্রীতি, বৈশাখীরা বলেন, ‘উনি তো কোনও রাজনৈতিক কর্মসূচিতে যাননি। একটি মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন। ওঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। উনি আমন্ত্রণ রক্ষা করে সেই সৌজন্য দেখিয়েছেন। এর বেশি আমাদের বলার কিছু নেই।’ দিলীপের ছবিতে ‘জুতোর মালা’ দেওয়ার বিষয়টিরও নিন্দা করেছেন খড়্গপুর শহরের ৬নং ওয়ার্ডের বাসিন্দা তথা মহিলা তৃণমূলের সক্রিয় কর্মী প্রীতি ও বৈশাখী। উল্লেখ্য, গত ২১ মার্চ ৬নং ওয়ার্ডে (মাঠপাড়াতে) একটি রাস্তা উদ্বোধনে গিয়ে এই প্রীতি, বৈশাখী সহ মহিলা তৃণমূলের কর্মীদের সঙ্গেই উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।

    বিষয়টি নিয়ে বিজেপি-র জেলা মুখপাত্র অরূপ দাস বলেন, ‘বৃহস্পতিবার সকালে দিঘাতে সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন দিলীপ দা। তার পরে এ নিয়ে আর কিছু বলার নেই। তবে, এটা সত্যি কথা যে দিলীপ দা’র গতকালের (বুধবারের) আচরণে সাধারণ কর্মী-সমর্থকেরা অনেকেই হতাশ হয়েছেন। দলের অবস্থান স্পষ্ট করেছেন আমাদের রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ তথা দলীয় মুখপাত্র শমীক ভট্টাচার্য।’

  • Link to this news (এই সময়)