• দিঘার জগন্নাথ মন্দিরে প্রবেশের আগে জানতে হবে এই নিয়মগুলো, নইলেই বিপদ
    এই সময় | ০১ মে ২০২৫
  • অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে দিঘার মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে প্রভু জগন্নাথদেবের। জগন্নাথকে কেন্দ্র করে নতুন করে সেজে উঠেছে দিঘা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বুধবার দ্বারোদ্ঘাটন হয় দিঘার জগন্নাথ মন্দিরের। আর মন্দির সর্বসাধারণের জন্য খুলতেই দ্বার খুলতেই লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেছেন। নতুন জগন্নাথ মন্দির কেমন, তা দেখতে বুধবার থেকেই মন্দির পরিদর্শনে আসছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল থেকেই ভক্তরা ভিড় জমাতে শুরু করেছেন মন্দির চত্বরে। কিন্তু দিঘার মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কী কী নিয়ম রয়েছে জানেন?

    মন্দিরে প্রবেশের ক্ষেত্রে নিয়মের কথা নিজ মুখেই জানিয়েছেন সেখানকার দায়িত্বে থাকা কলকাতা ইস্কনের-সহ সভাপতি রাধারামন দাস। দিঘার জগন্নাথ মন্দিরের দরজা খুলবে প্রতিদিন সকাল ৬ টায়। আর মন্দির বন্ধ হবে রাত ৯ টায়। মন্দিরে মোট সাতটি দরজা রয়েছে। এর মধ্যে এক, দুই, তিন ও ছয় নম্বর দরজা দিয়ে এখন প্রবেশ করা যাবে। মূল দরজার সামনে কাউন্টার রয়েছে। সেই কাউন্টারে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে পারবে সাধারণ মানুষ।

    রাধারামন দাস বলেন, ‘প্রতিদিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা-সহ অন্য দেবতাদের চারবার ভোগ নিবেদন করা হবে। সকালে মিষ্টি ও ক্ষীর ভোগ হিসেবে দেওয়া হবে। সকাল সাতটা, দশটা, বারোটা ও সন্ধ্যে ছটায় ভোগ নিবেদন করা হবে প্রভুকে। দুপুরে তিন দেবদেবীকে দেওয়া হবে রাজভোগ। সেই সঙ্গে সাধারণ মানুষের আনা মিষ্টি, ফল-সহ অন্যান্য ভোগও নিবেদন করা হবে প্রভু জগন্নাথের কাছে।’ প্রতিদিন সকালে মন্দিরের চূড়ায় ধ্বজা লাগানো হবে। আবার সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে সেই ধ্বজা খুলে নেওয়া হবে। ধ্বজা লাগানোর জন্য দু’জনকে নিয়োগ করা হয়েছে দিঘার মন্দিরে।

  • Link to this news (এই সময়)