গত কয়েকদিন ধরে বঙ্গে মেঘলা আকাশের দেখা মিলছে। কোনও জায়গায় সকাল থেকে আবার কোথাও দুপুর গড়াতেই ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। বঙ্গে এই রকম বৃষ্টির দাপট দেখে মনে হচ্ছে গ্রীষ্ম নয়, বর্ষাকাল এসে গিয়েছে। বুধবার বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এ বার বৃহস্পতিবার দুপুর হতেই মেদিনীপুর-সহ জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। খড়্গপুরে আবার কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হয়।
সময় তখন বিকেল সাড়ে চারটে। সেই সময় হঠাৎই আকাশ কালো করে ঘনিয়ে আসে মেঘ। সেই সঙ্গে বইতে শুরু করে ঝড়ো হাওয়া। এর পরই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় মেদিনীপুর ও খড়্গপুর-সহ জেলার বিভিন্ন অংশে। খড়্গপুরে কয়েক পশলা বৃষ্টির হওয়ার পরই সেখানে শিলাবৃষ্টি হয়। তবে শহরের সর্বত্র শিলাবৃষ্টি না হলেও মাঝারি বৃষ্টি হয়েছে।
অন্য দিকে, মেদিনীপুরে দুপুরের পর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। জানা গিয়েছে, জেলার বেশ কিছু এলাকায় এখনও পর্যন্ত তেমন বৃষ্টি হয়নি। তবে, আকাশে এখনও মেঘের ঘনঘটা। সেই সঙ্গে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে বিদ্যুতের ঝলকানি। তাই যে কোনও সময়েই নামতে পারে ভারী বৃষ্টি। কিন্তু বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হওয়ায় বেশ খুশি হয়েছেন খড়্গপুরবাসী। তবে, ভারী বৃষ্টি হওয়ায় সাময়িক সমস্যায় পড়েন পথ চলতি মানুষ।
প্রসঙ্গত, বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বৃহস্পতিবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনের তাপমাত্রা বাড়লেও রাতে পারদ কমতে পারে। তবে জানা গিয়েছে, বিক্ষিপ্ত ভাবে কিছুদিন বৃষ্টি চলবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।