নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দুই যুবকের এখনও খোঁজ মেলেনি। বৃহস্পতিবার দুপুরে গঙ্গায় স্নান করতে নামে চার যুবক। জানা গিয়েছে, স্নান করতে নেমে চার জন তলিয়ে যায়। জলের মধ্যে একে অপরকে বাঁচানোর চেষ্টা করে চিৎকার করতে থাকেন তাঁরা। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁদের বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু দু’জনকে বাঁচানো গেলেও জলে তলিয়ে যায় নিলয় বিশ্বাস (২৫) ও নীলেশ বিশ্বাস (২২)। ঘটনার খবর পেয়ে শ্রীবাস অঙ্গন ঘাটে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তর। জানা গিয়েছে, এখনও পর্যন্ত তলিয়ে যাওয়া দুই যুবকের খোঁজ পাওয়া যায়নি। তাঁদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তর।
জানা গিয়েছে, এ দিন দুপুরে মাজদিয়া থেকে চার চাকা গাড়ি করে শ্রীবাস অঙ্গন ঘাটে স্নান করতে আসেন চার যুবক। এর পর গঙ্গায় স্নান করতে গিয়ে আচমকাই জলে তলিয়ে যান তাঁরা। সূত্রের খবর, প্রথমে একজন তলিয়ে গেলে তাঁকে বাঁচাতে গিয়ে বাকিরাও তলিয়ে যান। সেই সময় ঘাটে স্নান সেরে উঠছিলেন স্থানীয় বাসিন্দা ভোলা ঘোষ। চার জন যুবককে তলিয়ে যেতে দেখে তিনি গঙ্গায় নেমে তাঁদের বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু চার জনের মধ্যে দু’জনকে বাঁচানো গেলেও বাকি দু’জন জলে তলিয়ে যায়।
এর পরই ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তর। বিপর্যয় মোকাবিলা দপ্তর গঙ্গায় তলিয়ে যাওয়া নিলয় ও নীলেশ বিশ্বাসের খোঁজে তল্লাশি শুরু করেছে। কিন্তু জানা গিয়েছে, এখনও পর্যন্ত তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। সূত্রের খবর, নিলয় ও নীলেশ দুই ভাই। তাঁদের সঙ্গে যে দু’জন যুবক সেখানে গিয়েছিলেন তাঁরা একজন বন্ধু ও আর একজন গাড়ির চালক। ঘটনার খবর পেয়ে ভেঙে পড়েছেন তলিয়ে যাওয়া দুই যুবকের পরিবার।